শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

জনগণের স্বার্থে বাম রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই-সৈয়দ মোস্তাফিজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ৪১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ী ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আয়ারল্যান্ড প্রবাসী জাসদ নেতা সৈয়দ মোস্তাফিজুর রহমান বলেছেন দেশ ও মেহনতি জনগণের স্বার্থে বাম রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই।
তিনি বলেন, পৃথিবীর বহু দেশে এখনও কমিউনিস্ট পার্টি শক্তিশালী এবং নির্বাচনে বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আছে। গতকাল সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাসদের উদ্যোগে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুক্তরাজ্য প্রবাসী জাসদ নেতা নাজমূল আজিজ জুবায়েরকেও সংবর্ধনা দেয়া হয়।
জেলা জাসদ সভাপতি এডঃ তাজ উদ্দিন আহমেদ সুফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী সামছুদ্দিন আহমেদ এমবিই, জেলা জাসদের সাবেক সভাপতি খায়রুল মনসুর চৌধুরী মজনু।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, জেলা বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, জেলা বাসদ নেতা এডঃ কামরুল ইসলাম, বানিয়াচঙ্গ উপজেলা জাসদের সভাপতি গোলাম রব্বানী মাস্টার, সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাব্বির আহমেদ মিটু, গোলাম সরওয়ার জাহান লিটন প্রমুখ।
বক্তাগণ ৯০-এর ছাত্র গণঅভূথ্যানে সামরিক আদালতে বারবার সাজাপ্রাপ্ত কিংবদন্তী ছাত্রনেতা সৈয়দ মোস্তাফিজের ভূয়সী প্রসংশা করে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com