বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে মিলাদ গাজীকে প্রাণনাশের হুমকীর প্রতিবাদ সভায় বক্তারা ॥ হুমকিদাতা সফিককে গ্রেফতারে ব্যর্থ হলে দায়ভার পুলিশকে নিতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১০ এপ্রিল, ২০১৭
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর জৈষ্ট পুত্র দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী এর সাথে উপজেলার পাঞ্জারাই গ্রামের সফিকুর রহমান সফিক অশালীন আচরন ও প্রাণ নাশের হুমকীর ঘটনায় নবীগঞ্জ শহরে উত্তপ্ত হয়ে উত্তেজনা বিরাজ করছে। দেশের সার্বিক দিক বিচেনায় এবং হুমকীদাতা সফিকুর রহমান সফিক পুলিশের গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দেয়ায় পুলিশকে আরও ৩ দিনের সময় দিলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ওই সময়ের মধ্যে সফিককে গ্রেফতার করতে ব্যর্থ হলে যে কোন পরিস্থিতির দায়ভার পুলিশকে বহন করতে হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন। গতকাল রবিবার বিকাল ৩টায় নবীগঞ্জ জে কে হাইস্কুল প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্দ্যোগে কর্মী সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সিঃ সহ সভাপতি গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ গাজী মিলাদ, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, আব্দুল মালিক, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান, শ্রমিকলীগ সভাপতি আব্দাল করিম প্রমূখ। এ সময় স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবুল খায়ের সভায় উপস্থিত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আওয়ামীলীগের কর্মসুচীর সাথে সংহতি প্রকাশ করেন। এছাড়া উক্ত কর্মী সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামীলীগ নেতা ও সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর তনয় দেওয়ান মিলাদ গাজী গত শনিবার সন্ধ্যার পর শহরে গণসংযোগকালে নতুন বাজার এলাকায় সফিক মিয়াকে দেখে সালাম বিনিময় করেন। এমন সময় হঠাৎ করেই সফিক মিয়া অশালীন ভাষায় কথা বার্তা বলতে শুরু করে। এক পর্যায়ে মরহুম দেওয়ান ফরিদ গাজীকে নিয়ে চরম কটুক্তি করেন। ঘটনার প্রেক্ষিতে দেওয়ান মিলাদ গাজী সফিকের নিকট অশালীন ভাষার কারন জানতে চাইলে সে প্রাণে হত্যার হুমকী দেয়। এ সময় আশপাশে অবস্থানরত নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠলে সফিক মিয়া ঘটনাস্থল থেকে ছিটকে পরে। মুহুর্তের মধ্যে ঘটনাটি উপজেলা ব্যাপী জানাজানি হলে হাজার হাজার নেতাকর্মী, সর্মথক ও জনতা নবীগঞ্জ শহরে ছুটে এসে অবস্থান করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তোপ্ত হয়ে উঠে। নেতাকর্মীরা সফিক মিয়ার মালিকানাধীন শহরের ওসমানী রোডস্থ তালুকদার মার্কেট ঘেরাও করে রাখেন ও তাকে গ্রেফতারের জন্য বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ সফিক মিয়াকে গ্রেফতারের আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর থেকে পুলিশ সফিক মিয়ার নবীগঞ্জ শহরস্থ বাসা, গ্রামের বাড়ি পাঞ্জারাইসহ সম্ভাব্য সকল স্থানে গ্রেফতারের জন্য হন্যে হয়ে তল্লাশী করেও তাকে না পাওয়ায় গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
এ ব্যাপারে ওসি (তদন্ত) ইকবাল আহমেদ জানান, কর্মী সভায় উপস্থিত হয়ে আরও কিছু সময়ের দাবী জানালে নেতৃবৃন্দ সার্বিক দিক বিবেচনা করে আরও ৩ দিনের সময় দেন। এবং সফিকের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় পুণরায় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সভা আহ্বান করা হয়েছে। ওই সভা থেকে পরবর্তী কর্মসুচীর দিক নিদের্শনা দেয়া হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com