বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

জমে উঠেছে জেলার ৩ উপজেলা পরিষদ নির্বাচন ॥ বিএনপির একক প্রার্থী ক্ষমতাসীনরা দ্বিধা-বিভক্ত

  • আপডেট টাইম রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ হবিগঞ্জের ৩ উপজেলায় জমে উঠেছে উপজেলা নির্বাচন। দু’ধাপে জেলার ৩টি উপজেলা নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থীদের মধ্যেও রয়েছে চাঙ্গা ভাব। এ নির্বাচনকে প্রেস্টিজ ইস্যু হিসেবে Untitled-2 copy2নিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধিন মহাজোট প্রার্থীরা। অপরদিকে বিএনপি নেতৃত্বাধিন ১৯ দলীয় জোটের প্রার্থীরা মনে করছেন এটি তাদের আন্দোলনের অংশ। এ আন্দোলনে তারা যেকোন মূল্যে বিজয়ী হতে চান। বিএনপিতে একক প্রার্থী থাকলেও ক্ষমতাসীন আওয়ামীলীগ দ্বিধা-বিভক্ত। যার প্রভাব পড়ছে সাধারণ ভোটারদের মাঝে।
জেলায় ৮টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ১৯ ফেব্র“য়ারী বাহুবল ও মাধবপুর এবং দ্বিতীয় ধাপে ২৭ ফেব্র“য়ারী চুনারুঘাট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায়ই বিএনপি একক প্রার্থী দিতে পারলেও চুনারুঘাট ছাড়া অন্য দু’টিতে আওয়ামী লীগের রয়েছে একাধিক প্রার্থী। দফায় দফায় বৈঠক করেও এর কোন সুরাহা করতে পারেননি দলের সিনিয়র নেতারা। দলীয় একক প্রার্থী ঘোষণা করলেও বিদ্রোহীরা মাঠে নেমেছেন আঁটঘাট বেঁধে। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। সব প্রার্থীই এখন প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেছেন। উপজেলাগুলোর চায়ের স্টল থেকে হাট-বাজার সর্বত্র প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
বাহুবল ঃ এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ১২ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৪৬৩ এবং মহিলা ভোটার আছেন ৫৭ হাজার ২৬৭ জন। বিগত জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়ায় তাদের ভাগ্যে ভোট দেয়ার সুযোগ জোটেনি। এ নিয়ে তাদের মধ্যে বেশ হতাশা থাকলেও তা ভুলে উপজেলা নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচন করতে চান তারা। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হচ্ছেন-চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল কাদির চৌধুরী (মোটর সাইকেল), ১৯ দলীয় জোট প্রার্থী উপজেলা বিএনপি‘র সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহাজোট প্রার্থী মোঃ আব্দুল হাই (আনারস), এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া) ও আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মোঃ তাজুল ইসলাম চৌধুরী (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মোঃ ফিরোজ আলী মিয়া (বই), আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ সোহেল আহমদ কুটি (বৈদ্যুতিক বাল্ব), বিএনপি নেতা মোঃ আইয়ূব খান (চশমা),  আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মোঃ তারা মিয়া (টিয়া পাখি), বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা শিহাব উদ্দিন সাকিব (উড়োজাহাজ), জামায়াত নেতা এটিএম তামীম (টিউবওয়েল), স্বতন্ত্র প্রার্থী শশাঙ্ক রঞ্জন দাশ (তালা) ও মোঃ ইয়াকুত মিয়া (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন (হাঁস) এবং প্রয়াত বিএনপি নেতা প্রভাষক ফজলুল হক বাদলের স্ত্রী নাদিরা খানম (কলস)।
মাধবপুর ঃ ১ লাখ ৮৭ হাজার ২৫৫ জন ভোটার অধ্যুষিত এ উপজেলায় পুরুষ ৯২ হাজার ৬৫৯ এবং মহিলা ভোটার আছেন ৯৪ হাজার ৫৯৬ জন। এ আসনেও বিএনপির একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় কোন্দলের কারনে অনেকটা কোনঠাসা হয়ে আছেন আওয়ামীলীগ প্রার্থী। তার বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতার রয়েছে চরম ক্ষোভ ও অভিমান। যার ফলে ত্যাগী ও বর্ষিয়ান অনেক নেতাই এখনও ভোটের মাঠে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়নি। আর এই সুযোগে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হাবিব উল্লাহ সুচন। অপরদিকে বিএনপির একক প্রার্থী হওয়ায় সৈয়দ মোঃ শাহজাহান রয়েছেন শক্ত অবস্থানে। এখানে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়াম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন লড়ছেন। তারা হচ্ছেন-চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী অসীম (দোয়াত কলম), ১৯ দল সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপি‘র সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান (আনারস) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হাবিব উল্লাহ সুচন (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত (তালা), মোঃ আছিব আলী (টিয়া পাখি), মোঃ আব্দুল আউয়াল শাহ (মাইক) ও মোঃ আব্দুল আজিজ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- মোছাম্মদ জাহানারা বেগম কলি (কলস), তানিয়া আক্তার (প্রজাপতি), ফাতেমাতুজ জোহরা রিনা (পদ্মফুল), অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন (হাঁস) ও হোসনে আরা বেগম (ফুটবল)।
চুনারুঘাট ঃ ১ লাখ ৮০ হাজার ৪৫৮ জন ভোটারের এ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি থেকে একজন করে প্রার্থী চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন লড়তে মনোনয়ন দাখিল করলেও এখন পর্যন্ত বাছাই বা প্রতিক পাননি তারা। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাউসার স্বতন্ত্র। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- লুৎফুর রহমান মহালদার, মশিউর রহমান শোয়েব চৌধুরী, চা শ্রমিক নেতা স্বপন কুমার সাঁওতাল ও জামায়াত নেতা কাজী আব্দুল খালেক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, কাজী সাফিয়া খাতুন, সুফিয়া মজুমদার বেবী মনোনয়ন দাখিল করেছেন। তবে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির লস্কর চিকিৎসার জন্য বিদেশে থাকায় তিনি মনোনয়ন পত্র দাখিল করেননি।
দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি জানান, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুয়ায়ী প্রার্থী চূড়ান্ত করে দেয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থীদেরকে নির্বাচন থেকে সরে দলীয় সিদ্ধান্ত মানার অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সকল উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com