শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ছাত্র সমন্বয় ফোরামের উদ্যোগে ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর উদ্যোগে হবিগঞ্জে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের জীবন গড়ার অনুপ্রেরণামূল সেমিনার “ক্যারিয়ার কাউন্সিলিং”। গতকাল শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ক্যারিয়ার কাউন্সিলিংয়ে বিভিন্ন কলেজের সহস্রাধিক অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দেশ সেরা কলেজ প্রতিষ্ঠান প্রধান বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুুল মালেক। এতে প্রধান আলোচক ছিলেন একই কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক ছাত্র সুনামগঞ্জের সিনিয়র এএসপি তাপস রঞ্জন ঘোষ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজসেবা বিষয়ক সম্পাদক শেখ আব্দুল আওয়াল রাসেল। গীতা পাঠ করেন কার্যনির্বাহী সদস্য অন্তু দেব।
pic From kawsar Ahmed

pic From kawsar Ahmed (1) copyএর পর হবিগঞ্জ ছাত্র সমন্বয়ন ফোরাম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক সজীব চন্দ্র গোপ। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যারিয়ার কাউন্সিলিং এর প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান উজ্জল। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘোষনা করেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর সভাপতি শেখ সুলতান মোঃ কাউসার।
দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ অজয় কুমার দাস মহালদার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস বখত চৌধুরী, ইংরেজী বিভাগের প্রভাষক প্রদীপ কুমার রায়, নূরুন্নাহার খানম, অর্থনীতি বিভাগের প্রভাষক সজীব দে, দর্শন বিভাগ প্রভাষক দীপক কুমার দাস, জনপ্রশাসন মন্ত্রনালায়ের কর্মকর্তা সন্তোষ চন্দ্র পাল।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ ছাত্র সমন্বয় ফোরাম এর রিয়াজ আহমেদ, পিয়াস,বিদ্যুসাহী আলম, মোঃ কাউছার আহমেদ, শেখ আবু মোঃ ফয়সাল, মহিবুর রহমান শাহীন, ধনঞ্জয় পাল, আব্দুস সালাম, সাজিদুল ইসলাম, রূপন চক্রবর্তী, নোমান আহমেদ, সৈকত কর, সৈকত দাশ, চিরঞ্জিত অধিকারী, কাজী মুছা, মুজাম্মেল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com