বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

বানিয়াচঙ্গের সিকন্দরপুরে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৪১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের পল্লীতে গ্রাম্য পঞ্চায়েতের জমি নিয়ে বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের দু’দলের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের ঢাকা, সিলেট ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিকন্দরপুর গ্রামের কিছু পঞ্চায়েতি জমি রয়েছে। ওই জমির মালিকানা দাবি করেন গ্রামের বাসিন্দা স্থানীয় আওয়ামী লীগ কর্মী আব্দাল মিয়া। অপর দিকে গ্রাম পঞ্চায়েত দাবী করছে যুগযুগ ধরে গ্রামবাসী জমি ভোগদখল করে আসছে। গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব দেন আরেক আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান। এ নিয়ে দু’টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। গত ৩/৪ দিন আগে উভয় পক্ষের কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়। এরপর থেকে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। তারা সজ্জিত হচ্ছিল রনসাজে। এর মাঝে ঘটনাটি মিমাংসা করার জন্য স্থানীয় মুরুব্বিরা উদ্যোগ নেন। এতে উভয় সায় দিলে কোন পক্ষকে অপ্রীতিকর ঘটনা থেকে বিরত থাকতে বলেন মুরুব্বিগণ। এরই মধ্যে গতকাল সকাল ৭টার দিকে আব্দাল মিয়ার পক্ষের লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে গ্রামের পূর্ব পার্শ্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়িত হয়ে প্রতিপক্ষের লোকজনদেরকে ডাকাডাকি শুরু করে। এ সময় প্রতিপক্ষের লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে যায়। আর তখনই শুরু হয় সংঘর্ষ। প্রায় ঘণ্টাব্যপি সংঘর্ষ চলাকালে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শী জানান, একটি পক্ষ যেভাবে মাথায় হেলমেট ও হাতে তীরধনুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এতে বোঝা গেছে পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে যুদ্ধের মাঠে নামা হয়েছে। প্রতিপক্ষের অভিযোগ তীরধনুকধারী লোকজনকে ভাড়া করে আনা হয়েছে। সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর (৪০), আরশ (৩০), মফিজ (৩০), মকসুদ আলী (২৫), আতাউর (১৮), নুর ইসলাম (২৫), সাহেব আলী (২৮), মোজাম্মেল (৫৫), আলতাব (৭০), ইয়াসিন (২২), রফিক মিয়া (৩৫), পংকজ (৪০), গোলাপ (৩৩), আব্দূল মজিদ (২৮), জয়নাল (৪৫), নুরুল আমিন (২৫), আলম (৩৮), সামসুল (২৫), রতন দেব (৪০), ইকবাল (২৫), তাহির (৩৩), রেনু বেগম (৩৫), আশরাফ (৩২), আজিজুল (৪০), হেলাল (২২), মশিউর (৫২), কবির (৫৫), নুর ইসলাম (২৫), কামরুল (২০), সামছুল (১৭), সামছুদ্দিন (৩৫), কাদির (২৫), আমেনা (৬০) ও জুয়েল (৩২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া টেটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ও ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এদিকে সংঘর্ষের পরপরই বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
বানিয়াচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত সংঘর্ষে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এলাকায় পুলিশ মোতায়েন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com