বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ ডেন্টাল জোন-এর চৌদ্দ বছর পূর্তি

  • আপডেট টাইম সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডেন্টাল জোন সর্বাধুনিক প্রযুক্তির ডেন্টাল চিকিৎসার মাধ্যমে চৌদ্দ বছর অতিক্রম করেছে। ডেন্টাল জোন শহরের পিটিআই রোডে অবস্থিত অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত একটি ওরাল ও ডেন্টাল ক্লিনিক। এখানে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ডেন্টিষ্ট্রি) ও বিভাগীয় প্রদান ডাঃ সঞ্চয় রায় চৌধুরী (জয়)। উল্লেখ্য, ডাঃ সঞ্চয় ২০০২ সালে বি.ডি.এস ডিগ্রী এবং ২০১৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে দন্ত চিকিৎসায় অত্যন্ত সম্মানসূচক ডি.ডি.এস ডিগ্রী লাভ করেন। ২৫তম বি.সি.এস-এর মাধ্যমে ২০০৬ সালে তিনি সরকারী চাকুরীতে যোগদান করেন। দেশ-বিদেশের বহু জার্নালে তার অনেক গবেষণাধর্মী লেখা সর্বমহল কর্তৃক প্রশংসিত হয়েছে। তিনি একাধারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সায়েন্স অনুষদের পরীক, প্রশ্নকর্তা এবং মডারেটর। জানা যায়, ডেন্টাল জোনে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির স্টেরিলাই জেশনের ব্যবস্তা, যার মাধ্যমে সব ধরণের জীবাণ ধ্বংস করা সম্ভব। ফলে এখানে এক রোগী থেকে অন্য রোগীতে ইনফেকশন ছড়িয়ে পরার বা ক্রস ইনফেকশনের কোন সুযোগ নেই। চিকিৎসা ও স্টেরিলাই জেশনের সর্বাধুনিক সুবিধা বিদ্যমান থাকায় ডেন্টাল জোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ডি.জি. হেলথ-এর অনুমোদন লাভ করেছে। এখানে গরীব ও দুঃস্থ রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডেন্টাল জোনের চৌদ্দ বছর পূর্তি উপলে মাসব্যাপী ফ্রি ডেন্টাল চেক-আপ এর ব্যবস্থা করা হয়েছে। আগ্রহীদেরকে ০১৮১৮-১০৮২৩১ নাম্বারে ফোন করে বিস্তারিত জানার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com