বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

মাধবপুরে ‘মার’ কোম্পানীর ইটিপি স্থাপন হলেও দুর্গন্ধ দূর হয়নি

  • আপডেট টাইম রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৩৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্থাপিত ময়দা উৎপাদন কারখানা ‘মার’ কোম্পানীর ইটিপি স্থাপন করা হলেও দুর্গন্ধ কমছেনা। ফলে এলাকার পরিবেশ দূষনসহ প্রাণীকূলের ক্ষয়ক্ষতিও কমছেনা।
২০১২ সালে মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্থাপিত হয় কোম্পানীটির। উৎপাদনের পর থেকেই কারখানার দূষিত ও দুর্গন্ধযুক্ত বর্জ্য ছড়িয়ে পড়ে। এলাকায় পরিবেশ দূষন সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, এ দূষিত বর্জ্যের কারণে শাহপুর, এক্তিয়ারপুর, ছাতিয়াইনসহ ভাটি এলাকার প্রায় ৪০ গ্রামের হাঁস-মুরগি, গরুসহ বিভিন্ন গবাদি পশু মারা যাচ্ছে। এমনকি দুর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। মহাসড়ক দিয়ে গড়ি যাত্রীরাও দূর্গন্ধে নাকে রুমাল ছেপে ধতে হয়। এলাকায় বসবাসকারীরা অতীষ্ঠ হয়ে কোম্পানীর এ দূষিত বর্জ্য বন্ধের দাবীতে প্রতিবাদ সভা, লিখিত অভিযোগ, মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এ নিয়ে ২০১৫ সালের ৩০ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠক হয়। ওই বৈঠকে মার লিমিটেড কর্তৃপক্ষ ১৬ মার্চের মধ্যে বর্জ্য অপসারণ প্রকল্প (ইটিপি) নির্মাণের আশ্বাস দেয়। এর আগ পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর-সিলেটের পরিচালক। পরিবেশ অধিদপ্তরের আদেশের পরও কারখানাটি চালু রাখে কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে জনতা। ফলে ইটিপি নির্মাণের আগ পর্যন্ত কোম্পানি বন্ধ রাখার নির্দেশ দিয়ে কারখানা কর্তৃপক্ষকে পত্র দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। এরপরও কারখানাটি চালু রেখে পাহাড়ের ছড়ায় দূষিত বর্জ্য অপসারণ করায় এপ্রিলের শেষ দিকে ২০১৬ শুক্রবার স্থানীয়রা সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে ভাংচুরসহ মহাসড়ক অবরোধ করে। কিন্তু এতেও তারা উৎপাদন কযর্ক্রম বন্ধ করেনি। ফলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ জাতিয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সংগঠন মার কোম্পানির সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন। অবশেষে আগষ্ট ২০১৬এর প্রথম দিকে বর্জ্য অপসারণ ও দুর্গন্ধমুক্তকরণ প্রকল্প (ইটিপি) চালু করেন কর্তৃপক্ষ। কিন্তু এখনো দুর্গন্ধমুক্ত হয়নি এলাকাটি। কারখানা ম্যানেজার ইসমাইল হোসেন ও প্ল্যান্ট ম্যানেজার মি. রয় জানান, ময়দা উৎপাদন কারখানা ‘মার লিমিটেড’ প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে আগষ্ট ২০১৬এর প্রথম দিকে বর্জ্য অপসারণ ও দুর্গন্ধমুক্তকরণ প্রকল্প (ইটিপি) চালু করার পর এখন আর গন্ধ বের হয়না। স্থাপনেরে আগে দুগর্ন্ধযুক্ত কালো পানি বের হলেও এখন গন্ধমুক্ত সাদা পানি বের হচ্ছে। এলাকাবাসী বলেন, বাস্তবে এ কথাটি ভুতের মুখে রাম নাম এর মতই শুনাচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com