শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড বিক্রি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে নিয়ন্ত্রণাধীন গ্যাসক্ষেত্র হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্রটি চীনের কাছে বিক্রি করে দিচ্ছে বহুজাতিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরন। চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঝেনহুয়া অয়েল এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক চুক্তিও করেছে। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। চীনের প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান নরিনকোর একটি অংশ হচ্ছে ঝেনহুয়া। চুক্তিটি পূর্ণ হলে দক্ষিণ এশিয়ায় এটাই হবে চীনের বৃহত্তম বিনিয়োগ। তবে গ্যাসক্ষেত্র হস্তান্তরের ক্ষেত্রে বাংলাদেশই সবার আগে সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোবাংলাও ওই গ্যাসক্ষেত্রগুলো কিনে নিতে আগ্রহী। আর এ কারণে আন্তর্জাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কথাবার্তাও শুরু করেছে প্রতিষ্ঠানটি। গ্যাসক্ষেত্রগুলোর দাম নির্ধারণ করার প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেনজিকে দায়িত্ব দেবে বলে জানা যায়। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন বলে রয়টার্সের ওই প্রতিবেদনে জানা যায়। প্রতিবেদনে বলা হয়, তবে বাংলাদেশের গ্যাসক্ষেত্র কেনার ব্যাপারে চীনের ঝেনহুয়া অয়েলের আগ্রহের কথা জানে না বাংলাদেশ। ঝেনহুয়া অয়েলের মুখপাত্র ঝাং জিয়াওদি বলেন, ‘বিষয়টি বাণিজ্যিক আলোচনার মধ্যে আছে। এ কারণে প্রতিষ্ঠানের নীতির কারণে আমরা মন্তব্য করতে পারছি না।
শেভরন এক ইমেইলে রয়টার্সকে জানিয়েছে, বাংলাদেশে গ্যাসক্ষেত্রের ব্যাপারে চীনের সঙ্গে বাণিজ্যিক আলোচনা হয়েছে। তবে এর চেয়ে বেশি তথ্য দিতে চায়নি প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে শেভরন জানায়, ২০১৭ সালের মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইনের ভূ-তাপ শক্তি সংক্রান্ত প্রকল্প ও বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলো বিক্রি করে দিতে চায়। বাংলাদেশ জানে এ ব্যাপারে শেভরন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথাবার্তা বলছে। তবে ঝেনহুয়ার আগ্রহ সম্পর্কে কোনো তথ্য নেই বাংলাদেশের। এ ব্যাপারে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ রয়টার্সকে বলেন, ‘এটা শেভরনের ব্যাপার। আমরা এতে বাধা দেব না। কিন্তু এ ক্ষেত্রে আমাদের অগ্রাধিকারই থাকবে বেশি।’
বর্তমানে দেশের বিবিয়ানা, জালালাবাদ এবং মৌলভীবাজারে গ্যাসক্ষেত্রগুলো শেভরনের নিয়ন্ত্রণাধীন। যা দেশের মোট গ্যাসক্ষেত্রের অর্ধেক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com