মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

মরহুম সাংবাদিক আখলাক হোসাইন খান খেলুর অপ্রকাশিত প্রতিবেদন মরহুম সিরাজুল হোসেন খানের-এর ১১তম মৃত্যুবার্ষিকী সংক্ষিপ্ত কর্ম জীবনী

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৭৫ বা পড়া হয়েছে

বিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জননেতা ও উপ-মহাদেশের প্রখ্যাত সাংবাদিক সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ১১তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ১৭ ফেব্র“য়ারী।
(মরহুম সাংবাদিক আখলাক হোসাইন খান খেলু, মৃত্যুর বেশ কিছুদিন পুর্বে মরহুম সিরাজুল হোসেন খানের সংক্ষিপ্ত কর্মজীবনী নিয়ে এই প্রতিবেদনটি তৈরী করেছিলেন। প্রতিবেদনটি অপ্রকাশিত থাকায় পাঠকদের জন্য আমরা তুলে ধরা হলো)
সিরাজুল হোসেন খান ১৯২৬ সালের ১৭ জুলাই বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড়ের (বড় বাড়ি) এক বিখ্যাত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালের ১৭ ফেব্র“য়ারী ঢাকায় উনার বড় ছেলে বিশ্বব্যাংকের সিনিয়র আরবান স্পেশালিষ্ট জাহেদ হোসেন খানের গুলসানের বাসায় বার্ধক্যজনিত রোগে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সিরাজুল হোসেন খানের পিতা মরহুম আবুল হোসেন খান ছিলেন স্বদেশী আন্দোলনের তুখোড় নেতা ও মেজো চাচা এডভোকেট নুরুল হোসেন খান মুসলীগলীগের প্রাদেশিক নেতা এবং আসাম প্রাদেশিক পরিষদে দু’বার এমএন এ নির্বাচিত হন। সিরাজুল হোসেন খান হবিগঞ্জ বৃন্দাবন কলেজে অধ্যয়নকালে বাবা ও চাচার বৃটিশ বিরোধী আন্দোলনের পথ ধরে স্বদেশী সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখে ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠা পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারী পূর্ব বঙ্গেঁর প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি নিয়ে ইষ্ট পাকিস্তান মুসলিম স্টুডেন্ট লীগ এর এডহক কমিটি গঠিত হয়। এ কমিটির আহ্বায়ক ছিলেন দিনাজপুরের নঈম উদ্দিন আহমদ। ফরিদপুরের প্রতিনিধি ছিলেন শেখ মুজিবুর রহমান, বরিশাল থেকে আব্দুর রহমান, কুমিল্লা থেকে অলি আহাদ, সিলেট থেকে সিরাজুল হোসেন খান। এই মুসলিম ছাত্রলীগ পরবর্তীতে ছাত্রলীগে রূপান্তরিত হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতা শুরু করেন। ১৯৪৯ সালে ইংরেজী দৈনিক পাকিস্তান অবজারভার পত্রিকার সহ সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৫০ সালে এম এ পাশ করার পর ১৯৫১ সালে দৈনিক অবজারভার থেকে পূর্ব পাকিস্তান প্রচার বিভাগে এ্যাসিষ্ট্যান্ট ডিরেক্টর ও ব্যুরো চীফ হিসেবে ক’বছর চাকুরী করেন। পরবর্তীতে চাকুরী থেকে ইস্তফা দিয়ে ১৯৬১ সনে লাহোর থেকে প্রকাশিত পাকিস্তান টাইমস এর ব্যুরো চীফ এর দায়িত্ব নেন। এক সময় বাংলাদেশ টাইমস এর সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৯ সনে বেসরকারী খাতে সংবাদ সংস্থা ইষ্টার্ণ নিউজ এজেন্সি (ঊঘঅ) প্রতিষ্ঠা ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৭২ সনে বামপন্থী বুদ্ধিজীবিদের আমন্ত্রণে লন্ডনে যান সে সময় সেখানে জার্নাল অব কনটেম্পরারি এশিয়া নামক একটি বিখ্যাত জার্নালে মুক্তিযুদ্ধে বাংলাদেশী বামপন্থীদের কর্মকান্ডের ওপর একটি উল্লেখযোগ্য আর্টিকেল প্রকাশ করেন। ১৯৬৩ সন থেকেই দেশের বৃহত্তর ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৬৪ সালে তিনি সব দল মতের শ্রমিক ইউনিয়ন ও ফেডারেশনের যৌথ সম্মেলনে গঠিত ঐক্যবদ্ধ কেন্দ্রিয় সংগঠন পূর্ব পাকিস্তান শ্রমিক পরিষদ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে পূর্ব পাকিস্তানে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ও পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনে সাধারণ সম্পাদক হিসেবে এক যোগ দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সনের জাতীয় সংসদ নির্বাচনের জনাব খান জাতীয় শ্রমিক ফেডারেশনের থেকে নিজ এলাকা থেকে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন (১৯৪৭ থেকে ৫০ পর্যন্ত) ও স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ সহ কৃষক, শ্রমিক, জেলে ও মেহন্নতি মানুষের মুক্তির জন্য কায়েমী স্বার্থবাদীদের বিরুদ্ধে আমরণ সংগ্রাম করে গেছেন। সরকারের রোষানলে পড়ে কারাভোগসহ দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে। তিনি জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয়ভাজন ও ঘনিষ্টজন ছিলেন। ১৯৬৪ সনে পাকিস্তান দাঙ্গাঁ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সিরাজুল হোসেন খান এবং সভাপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে প্রতিষ্ঠিত আওয়ামীলীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর অন্যতম নেতা ছিলেন। কাগমারী ঐতিহাসিক সম্মেলন এবং ১৯৭৬ সনে ফারাক্কা লংমার্চের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং ত্রিপুরায় তাদের (বামপন্থী) পার্টির মিলিটারী ট্রেনিং ক্যাম্প স্থাপন করা হয়। ওই ক্যাম্পে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক ক্লাস নিতেন। তিনি শিলংয়ে বাংলাদেশ মিশনে অবস্থিত লিবারেশন লিয়াজো কমিটির সদস্য ও কলকাতায় সিপি আই এম প্রদত্ত অফিসে অবস্থিত ‘বাংলাদেশ লিবারেশন কো-অর্ডিনেশন কাউন্সিল’ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে গঠিত জাতীয় গণমুক্তি ইউনিয়ন (জাগমুই) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বাম ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কয়েকটি বাম দল নিয়ে গঠিত হয় গণতান্ত্রিক পার্টি, সিরাজুল হোসেন খান এর সভাপতি নির্বাচিত হন। ১৯৮২ সালে সামরিক শাসন জারি হলে এর বিরুদ্ধে আন্দোলনের লক্ষ্যে ৭ দলীয় জোটে গণতান্ত্রিক ব্যবস্থা বহাল করা এবং ভূমি সংস্কার জাল যার জলা তার, ঋন সালিশী ব্যবস্থা সংস্কার ও প্রবর্তনের শর্ত সাপেক্ষে গণতান্ত্রিক পার্টি অন্যান্য পার্টির সাথে এরশাদের জাতীয় ফ্রন্টে যোগ দেয়। ১৯৮৫ সনের ৩ জুলাই তিনি এরশাদ সরকারের মন্ত্রী সভায় যোগ দেন। পরে জাতীয় ফ্রন্ট জাতীয় পার্টিতে রূপান্তরিত হলে তিনি পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অন্যতম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং পার্টি থেকে ৮৬ ও ৮৮ এর জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আদর্শগত মতবিরোধের কারণে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন। এবং লেখালেখিতে মনোনীবেশ করেন। পরে ক’জন শীর্ষ স্থানীয় নেতার বিশেষ অনুরোধে ১৯৯৭ সনে বিএনপিতে যোগদান করেন। পরে রাজনীতিতে সুস্থ ধারার ক্রমাবনতি ও বিএনপি’র ক’জন নেতার হঠকারিতার কারণে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে ফেলেন এবং বিভিন্ন বাংলা ও ইংরেজী দৈনিকে কলাম লেখা সহ ৬টি গ্রন্থ রচনা করেন। সুদীর্ঘ ৫৮বছর তিনি ইংরেজী ও বাংলা পত্রিকায় লেখালেখি করে গেছেন।
(লেখক ঃ মরহুম আখলাক হোসাইন খান খেলু-
অপ্রকাশিত প্রতিবেদন)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com