বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

ইটাখোলা সিনিয়র মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৩৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গত সোমবার সকাল ১০ টায় মাদরাসা ময়দানে এক বিদায়ী সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার গভর্ণিংবডি সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এস এফ এ এম শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাখোলা জামে মসজিদের খতিব মাওলানা ফারুক আহমেদ, সৈয়দ সফিউদ্দিন কুতুবুন্নেছা এতিমখানার সুপার মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ।
দাখিল পরীক্ষার্থী মোঃ আব্দুল হাফিজ ভূঁইয়ার পরিচালনায় মোঃ মোবারক উল্লাহ নয়নের কোরআন তেলাওয়াত, নূরে আলমের গজল পরিবেশন অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হিমাংশু চন্দ্র দেব। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল বাকী শাহ, সিনিয়র প্রভাষক মাওলানা মোঃ জহির উদ্দিন, প্রভাষক নূরে শাহীনা পারভীন, প্রভাষক এবিএম আল-আমীন চৌধুরী, সিনিয়র শিক্ষক মোঃ আলী আকবর, শিক্ষক প্রতিনিধি এএসএম আব্দুল্লাহ, মাওলানা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, মোঃ আব্দুল আহাদ, মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান, কাজী মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মোঃ আবু তাহের, মাওলানা আলী আহমদ, মাওলানা মোঃ আব্দুল আলী, মোঃ জসিম উদ্দিন প্রমূখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রসরতার যুগে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে থাকার কোন বিকল্প নেই। যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সকল ছাত্র-ছাত্রীকে আন্তরিকতার সাথে লেখাপড়া করতে হবে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে ইটাখোলা মাদরাসা যুগযুগ ধরে বিরাট ভুমিকা পালন করে আসছে। এর জন্য মাদরাসার শিক্ষকমন্ডলী ও গভর্নিংবডির সকল সদস্যদের অবদান অবিস্মরণীয়।
সভার শেষ মাওলানা ফারুক আহমেদের মিলাদ পাঠ ও অধ্যক্ষ মাওলানা মোঃ আমীর হোসেনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com