বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালনের প্রস্তুতি সম্পন্ন ॥ নবীন-প্রবীন শিক্ষার্থীসহ সর্বত্র উৎসবের আমেজ

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৫৪৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান নবীগঞ্জ যুগল-কিশোর উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়টি ১৯১৬ সালে প্রতিষ্টিত হয়। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্টান ২৭ ও ২৮ জানুয়ারী শুক্র ও শনিবার দু,দিন ব্যাপী অনুষ্টান মালার আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের অক্লান্ত শ্রমে প্রস্তুত হয়ে উঠেছে এ উৎসব। জে কে উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী করা হয়েছে বিশাল মঞ্চ ও প্যান্ডেল। স্থান পেয়েছে নানা স্টল। মাঠের সামনে রয়েছে সুসজ্জিত গেইট, রঙ-বেরঙ্গের তোরণ, ব্যানার আর পেষ্টুন। বিদ্যালয়ের অভ্যন্তর এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। শতবর্ষ পুর্তি অনুষ্টানকে সফল করতে নবীণ ও প্রবীন শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অনুষ্টানকে সফল করতে গঠিত বিভিন্ন উপ-কমিটি তাদের সদস্যদের নিয়ে অনুষ্টানকে স্মরনীয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নবীগঞ্জ শহরের নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারসহ দর্শনীয় স্থানে আলোক সজ্জা করা হবে। ইতিমধ্যে নবীন ও প্রবীন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করা সম্পন্ন হয়েছে। যারা বাদ পড়েছেন বা এখনও রেজিষ্ট্রেশন করতে আগ্রহী রয়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় রেজিষ্ট্রেশন 20160516_180009করার জন্য সুযোগ রাখা হয়েছে। ২৭ জানুয়ারী শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেজিষ্ট্রশনপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হবে। বিকাল ২টা ৩০ মিনিটে যুগল কিশোর উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হবে। র‌্যালিটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালীর নেতৃত্বে থাকবেন হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। সন্ধ্যায় অনুষ্টিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান। পরদিন ২৮ জানুয়ারী সকাল ১০টায় অনুষ্টানের সমাপনী দিনে হেলিকপ্টার যোগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি কানাইপুর হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল সাড়ে ১০টায় যুগল-কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে ভেন্যুতে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি অনুষ্টানের শুভ উদ্বোধন করবেন। এরপর প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি, হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। স্বাগত বক্তব্য রাখবেন, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রবন্ধ পাঠ করবেন, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। সভাপতিত্ব করবেন, শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বিকাল ২টায় প্রধান অতিথি নবীগঞ্জ ত্যাগ করবেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অবঃ) ডাঃ সফিকুর রহমান। আলোচনায় ৬০টি ব্যাচের রেজিস্টেশনকৃত শিক্ষার্থীরা স্মৃতিচারণ করবেন। ইতিপুর্বে অনুষ্টানকে সফল করে তুলতে শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (অবঃ) ডাঃ সফিকুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়েছে। সভায় অংশ নেন, যুগল কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, রূপায়ন চক্রবর্তী, করুনাময় দে বাচ্চু, অরবিন্দু রায়, এডভোকেট রাজীব কুমার দে তাপস, সাইফুল জাহান চৌধুরী, নাজমুল ইসলাম চৌধুরী, মোস্তাক আহমদ মিলু, নির্মলেন্দু দাশ রানাসহ উপ-কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্য বৃন্দ।
সূত্রে জানা যায়, বিশাল এ আয়োজনকে সফল করতে ৬০টি ব্যাচে ২ হাজার শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। এছাড়া অনুষ্টানের ২য় দিনে অনুষ্টানের শুরুতেই অতিথিদের লালগালিছা অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করা হবে। অনুষ্টানে আইনশৃংখলা বাহিনী ও স্বেচ্চাসেবক টিম অনুষ্টানের শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। ঐতিহ্যবাহি নবীগঞ্জ জে কে হাইস্কুলের শতবর্ষ পুর্তি উপলক্ষে নবীগঞ্জ শহরে চলছে সাজ সাজ রব। চর্তুরদিকে উৎসবের আমেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com