বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মানসিক রোগীদের জন্য ক্যাপ ফাউন্ডেশনের প্রকল্প গ্রহণ

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৪০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বৃটেনে বসবাসকারী একদল প্রবাসী বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে গঠন করেছিলেন ক্যাপ ফাউন্ডেশন নামে একটি সংস্থা। ৪ বছর পূর্বে চাতকে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে সিলেট বিভাগের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোণা জেলার ২৭টি উপজেলায় এর কার্যক্রম বিস্তৃত। ৪ বছরে বিভিন্ন প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এতে কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছে। ক্যাপ ফাউন্ডেশন এবার মানসিক রোগীদের জন্য নতুন প্রকল্প গ্রহণ করেছে। ১৯ জানুয়ারী সিলেট শহরে একটি মানসিন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হবে। পরবর্তিতে হবিগঞ্জ শহরেও এ ধরনের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এর পাশাপাশি চলতি মাসে ক্যাপ ফাউন্ডেশনের প্রকল্পভুক্ত এলাকায় ২৯টি পরিবারকে ঘর, ৯১টি টিউবওয়েল, ৫৬টি স্যানিটেশন লেট্রিন, ৬৫টি রিক্সা ও ১১০টি সেলাই মেশিন বিতরণ করা হবে।
গতকাল রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ক্যাপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সংবদ সম্মেলনে এই তথ্য জানান। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বৃটেন থেকে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেই একটি বাস নিয়ে সরাসরি চলে আসেন হবিগঞ্জ প্রেসক্লাবে। সেখানে তারা সাংবাদিকদের সহযোগিতা কামান করে জানান, ক্যাপ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল একটি উপজেলায়। বর্তমানে প্রকল্পভুক্ত এলাকা ২৭টি উপজেলা। ভবিষ্যতে সারাদেশেই এর কার্যক্রম বিস্তৃত হবে। দারিদ্র বিমোচনের পাশাপাশি স্যানিটেশন ও স্বাস্থ্য নিয়ে কাজ করতেই বেশী আগ্রহী তারা। বিশেষ করে রবিবার তাদের একটি টিম লাখাই উপজেলায় গিয়ে একই জলাশয়ে টয়লেট ও বাসন কোসন পরিস্কারের চিত্র দেখে তারা হতবাক হওয়ার কথাও জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্যাপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আব্দুস সহিদ মুহিত, ফাউন্ডর ও সিইও আ. নুর, ট্রাস্টি আ. মজিদ, শাহেদ চৌধুরী, উপদেষ্টা ফারুক মিয়া, হেড অব উইমেন পলি ইসলাম, চ্যানেল এস এর প্রেজেন্টার হেনা আহমেদ, ইমরান খান, মো. তোহেল, জেনি খানম, রাফিয়া মিয়া, মেঘনা উদ্দিন, বিলকিছ মোরাদ, আফিয়া সামাদ, দেলোয়ার হোসেন, রাসেল আহমেদ, কাজল মাহবুবব, শামীম আহমদ, শামিম মিয়া, নুরুল হক টিপু ও আবু তাহের সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com