বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

জিকে গউছ হবিগঞ্জের অত্যান্ত জনপ্রিয় নেতা-খালেদা জিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১৭
  • ৪৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। গত মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপার্সনের ঢাকাস্থ গুলশান অফিসে ৩ শতাধিক নেতাকর্মীর বিশাল বহর নিয়ে তিনি এই ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময়ের পর বেগম খালেদা জিয়া বলেন- জি কে গউছ হবিগঞ্জের অত্যান্ত জনপ্রিয় নেতা। গউছ মানুষের জন্য কাজ করে। জেল থেকে নির্বাচিত হয়ে গউছ এর প্রমাণ দিয়েছে। এ জন্যই তাকে এতদিন জেল কাটতে হয়েছে। সরকার তাকে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। কারাগারে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। বিএনপি ছাড়ার জন্য অনেক চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু গউছ সরকারের কাছে নথি স্বীকার করেনি। খালেদা জিয়া বলেন, হবিগঞ্জে যারা বিএনপির রাজনীতি করে তাদেরকে গউছের মত জনপ্রিয় হতে হবে। ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব দেয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। দলের নীতি আদর্শকে আকড়ে ধরতে হবে। মানুষের পাশে দাড়াতে হবে।
সাবেক ৩ বারের এই প্রধানমন্ত্রী আরো বলেন, হবিগঞ্জে ব্যাপক আন্দোলন হয়েছে। দলের নেতাকর্মীদেরকেও সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। এখন দলকে সংগঠিত করতে হবে। যাদের বয়স হয়েছে, দলের জন্য কাজ করতে পারেন না তাদেরকে সম্মানজনক জায়গায় রেখে সাহসি তরুণ নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে। মনে রাখতে হবে বিএনপির জনপ্রিয়তা আছে মানুষের সমর্থন রয়েছে। মানুষ ভোট দিতে পারলেই বিএনপি ক্ষমতায় আসবে। এ জন্য নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। এরপূর্বে বেগম খালেদা জিয়ার কাছে ৭শ ৩৯ দিন কারাভোগের চিত্র তুলে ধরেন মেয়র জি কে গউছ। জি কে গউছ বলেন- আমার দুঃসময়ে হবিগঞ্জবাসী আমাকে ৩য় বারের মত মেয়র নির্বাচিত করে নতুন জীবন দান করেছেন। মহান আল্লাহর দরবারে হাত তুলে আমার জন্য কেদেছেন। আমি সবার কাছে আমৃত্যু ঋণী হয়ে থাকব। এ সময় বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী রুহুল কদ্দুস তালুকদার দুলু, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সাবেক এমপি নাজিম উদ্দিন শামছু, সাবেক এমপি শাম্মি আক্তার, নারায়নগঞ্জের এডঃ সাখাওয়াত হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও হবিগঞ্জ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, জাসাস ও জাসাদের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com