শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

৪০ প্রার্থী জামানত বাজেয়াপ্ত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৪০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা মধ্যে সাধারণ সদস্য পদে ৩৬ ও সংরক্ষিত সাধারণ সদস্য পদে ৪ জন।
সাধারণ পুরুষ আসনে জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন-হবি-সাধারণ-১ প্রসেনজিৎ সরকার, মোঃ ইসমাইল মিয়া, হবি-সাধারণ-২ আব্দুল আলীম, মোঃ আশলাফ আলী, মোঃ ছায়েব আলী, মুজিবুর রহমান, মোঃ শাহাব উদ্দিন, হবি-সাধারণ-৩ মোঃ আমিরুল ইসলাম আখঞ্জী, মোঃ সবুর মিয়া, শাহ মোঃ আরজু মিয়া,
হবি-সাধারণ-৪ গৌতম কুমার দাশ, নূরুল আমিন পাঠান ফুল, ফয়সল আহমদ, গোলাম হোসেন রব্বানী, হবি-সাধারণ-৫ মোঃ আজিজুল হক চৌধুরী, মোঃ আব্দুল মুহিত, হবি-সাধারণ-৬ এম এ আহমদ আজাদ, হবি-সাধারণ-৭ শেখ মোঃ ফিরোজ আলী মিয়া, হবি-সাধারণ-মোঃ গোলাম ফারুক, মোঃ জহিরুল ইসলাম সেলিম, মোঃ নুরুল ইসলাম চৌধুরী, হবি-সাধারণ-৯ ছফিল মিয়া, মোঃ আবুল কালাম বাবুল, মোহাম্মদ শামীম আহাম্মেদ, হবি-সাধারণ-১০ এম এ জব্বার, হবি-সাধারণ-১১ কাউছার আহমেদ (তালা), জাহারুল ইসলাম তাউছ, মোঃ সিরাজুল ইসলাম,হবি-সাধারণ-১৪ জামাল মোঃ আবু নাছের, মোঃ শাহীন মিয়া মহালদার মনির, মোঃ আজিজ মিয়া, মোঃ মিনহাজ উদ্দিন খান, মোঃ শফিউল আলম ফরহাদ, সৈয়দ মোঃ রেজাউল মোস্তফা, হবি-সাধারণ-১৫ মিজানুর রহমান, মোঃ জয়নুল আবেদীন। হবি-সংরক্ষিত নারী-৩ আয়েশা আক্তার লাকী, ইসমত আরা বেগম, মোছাঃ দিলারা আক্তার শিউলী, হবি-সংরক্ষিত নারী-৫ মোছাঃ লায়লা নুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com