বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে সোনাই নদীর বিকল্প সেতুতে মারাত্মক যানজট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর ওপর নির্মিত বিকল্প সেতুতে ভারী যানবাহন আটকে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভারী মালবাহী একটি ট্রাক উঠলে সোনাই নদীর বিকল্প সেতুর প্লেট সরে গিয়ে ব্রিজের পাশে বিকল হয়ে পড়ে। এতে বিকাল ৪টা পর্যন্ত রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে মারাত্মক যানজটের সৃষ্টি হয়।
বিকল্প বেইলি সেতু দিয়ে সর্বোচ্ছ ১৪ টন ওজনের যানবাহন চলাচলের নিয়ম থাকলেও এ নিয়মনীতি উপেক্ষা করে প্রতিদিনই মাত্রাতিরিক্ত পাথরবাহী যানবাহনসহ ৭০ টন ওজনের ভারী যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করছে। মাধবপুর সোনাই নদীর ব্রিজ মেরামতের ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, গত বছরের ডিসেম্বরে এ সেতুর নির্মাণ কাজের কার্যাদেশ পাওয়া যায়। বর্ষা মৌসুমে মাটির বাঁধ দিয়ে প্রথম বিকল্প সেতু তৈরি করা হয়।
এ কারণে পার্শ্ববর্তী হাওর অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকের শত শত একর পাকা ধান বিনষ্ট হওয়ার উপক্রম হলে এলাকার কৃষকদের চাপের মুখে মাটির বিকল্প ভেঙে দেয়া হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে একটি বেইলি ব্রিজ স্থাপন করা হয়।
এ ব্রিজের ওপর দিয়ে ১৪ টনের বেশি ওজনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরও রাতদিন বিকল্প সেতুর ওপর দিয়ে ৭০ টন ওজনের পাথরবাহী ট্রাকসহ ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। যে কারণে ব্রিজের গোড়ায় প্রায়ই ভারী যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
প্রকল্প ব্যবস্থাপক মহিউদ্দিন বুলবুল জানান, ৩৮ লাখ টাকা ব্যয়ে সোনাই নদীর পুনঃ মেরামতের কাজ এ বছরের জানুয়ারি থেকে শুরু হয়। মূল সেতুর মেরামতের কাজ প্রায় শেষ দিকে। অল্পদিনের মধ্যেই এটি খুলে দেয়া হবে।
ব্রিজটি চালু হলে যানজটের সমস্যা থাকবে না। ভারী যানবাহন নিয়ন্ত্রণ না করতে পারলে বেইলি ব্রিজ পুরো দেবে গিয়ে ঢাকার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সেকশন অফিসার শামীম আহসান জানান, ওজন নিয়ন্ত্রণের জন্য উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় একটি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র থাকলেও এটি এখন বন্ধ রয়েছে। যে কারণে ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন পিপিএম বলেন, ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বিভিন্ন পরিবহন সেক্টরে চিঠি দেয়া হয়েছে। ভারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com