শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

জনগণ কী চায় জনপ্রতিনিধিদের জানতে হবে-নবীগঞ্জে শিক্ষা সচিব

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৪৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী। গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবীগঞ্জ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ বেপারী। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, এডঃ জাবেদ আলী, জাবেদুল আলম চৌধুরী সাজু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক খান, ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইমুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, থানার সেকেন্ড অফিসার মুর্শেদ আহমদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা আঃ নুর, উপজেলা নির্বাহী অফিসের সহকারী আব্দুল কাইয়ুম, সুব্রত দেব, ছনি চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রনালয় যুগ্ম সচি শ্যামা প্রসাদ বেপারী ২০০৩ সালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বে ছিলেন প্রায় ১ বছর। তার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নবীগঞ্জের সাধারণ মানুষ জনপ্রতিনিধিসহ সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে গড়ে উঠেছিলেন। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জে সাবেক ইউএনও শ্যামা প্রসাদ বেপারী আসছেন জেনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এক নজর দেখার জন্য ভিড় জমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com