বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বৃন্দাবন গভঃ কলেজ এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও নয়া কমিটি

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিলেতে বৃন্দাবন গভঃ কলেজের সকল প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সংঘবদ্ধ করে সমাজ উন্ননের পরিকল্পনা নিয়ে গত ১৩ নভেম্বর পূর্ব লন্ডনের ‘নিডা হলে’ অনুষ্ঠিত হয়। বৃন্দাবন গভঃ কলেজ এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন, ইউকের বাৎসরিক সাধারণ সভা। সালেহ আজহার খান পাপ্পুর সভাপতিত্বে এবং খাইর জামান জাহাঙ্গীরের প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের বিশিষ্ট মুরুব্বি, শিক্ষানুরাগী নেহার মিয়া চৌধুরী। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জে মার্সেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বৃন্দাবন কলেজের সাবেক ছাত্রনেতা মোতাচ্ছিরুল ইসলাম। পবিত্র কুরআন থেকে তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভার প্রথমেই বৃন্দাবন কলেজের সকল প্রয়াত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। নির্ধারিত এজেন্ডায় বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি ও বিজিসিইএসএ ইউকের সাবেক সভাপতি নাজমুল আজিজ জুবায়ের, ইউথ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট ও ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাবেক প্রেসিডেন্ট নুর উদ্দিন চৌধুরী বুলবুল, দি হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সোসাইটি অব হবিগঞ্জ ইউকের সেক্রেটারি ও বিজিসিইএসএ ইউকের সাবেক সেক্রেটারি এমএ মুন্তাকিম, বিশিষ্ট দানবীর ও নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব নিহার মিয়া চৌধুরী, নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারী আলহাজ্জ্ব তুহিন চৌধুরী, হবিগঞ্জ জেলা ওয়েলফেয়ারের সভাপতি এমএ আজিজ, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল ইউকে’র সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল ইউকে এর নেতা ড. মুজিবুর রহমান, মিসবাহ উদ্দিন, ফজলুল করিম চৌধুরী, চুনারুঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি গাজিউর রহমান, জিআর ফাউন্ডেশন ইউকে এর সভাপতি গিয়াস উদ্দিন, চুনারুঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সেক্রেটারী জালাল আহমেদ, প্রফেসর জহিরুল হক শাকিল, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আব্দুল আউয়াল, শহীদুল ইসলাম চৌধুরী বাচ্চু, সামসুদ্দিন আহমেদ, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, মোতাকাব্বির বাচ্চু, সৈয়দ মুস্তাক, শাহ আশফাকুল কবির, মারুফ চৌধুরী, দেলোয়ার চৌধুরী হিরু, সৈয়দ দেলোয়ার মাহিন, এনকে ফাউন্ডেশনের সভাপতি অলিউর রহমান শাহীন, ব্যারিস্টার আশফাকুল চৌধুরী বাবলু, হবিগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান রব মুর্শেদ, তরুণ সংগঠক সালাউদ্দিন সোহেল, শাহ শহীদ, সাদি আদিত্য, খায়ের আহমেদ, বিপ্লব পাল, গৌরব রায় মিথুন, ইমরুল হোসেন, শাহেদ হাসান, আতিকুর রহমান লিটন, আইয়ুব আলী সোহেল, কামাল চৌধুরী, শাহজাহান কবির, শাহ ফয়েজ প্রমুখ।
badrul_img_2456আনন্দঘন পরিবেশে সভায় সালেহ আজহার খান পাপ্পুকে সভাপতি ও খাইর জামান জাহাঙ্গীরকে সেক্রেটারি করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়, যারা আগামী দুই বছর বৃন্দাবন গভঃ কলেজ এক্স-স্টুডেন্ট এসোসিয়েশন, ইউকের লক্ষ্য ও উদ্দেশ্যকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন। উক্ত কমিটি ঘোষণা করেন নাজমুল আজিজ জুবায়ের, নুর উদ্দিন চৌধুরী বুলবুল, মোতাচ্ছিরুল ইসলাম, আলহাজ্ব নিহার মিয়া চৌধুরী। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান অলি, সহ-সভাপতি গউছুল চৌধুরী সুজন, অলিউর রহমান শাহীন, দেওয়ান রব মুর্শেদ, কামাল চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সোহেল, শাহ শহীদ, সাদি আদিত্য, খায়ের আহমেদ, আইয়ুব আলী সোহেল, সাংগঠনিক সম্পাদক এবি চৌধুরী অপু (মিডল্যান্ড), শামছুদ্দিন চৌধুরী ফয়সল (নর্থ), সাইফুল ইসলাম হেলাল (সাউথ), শাহজাহান কবির (ইষ্ট), শাহ ফয়েজ (লন্ডন), কোষাধ্য জুলফিকার আলম চৌধুরী সুমন, নির্বাহী সদস্য তৈয়বুর রহমান শ্যামল, মোঃ জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, শাহ মিজানুর রহমান, মারুফ চৌধুরী, সুফিয়া আক্তার, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, লাভলু হুদা, সৈয়দ দেলোয়ার হোসেন মাহিন, ব্যারিষ্টার আশফাকুল চৌধুরী বাবলু, নাজমু তালুকদার মিঠু, জালাল আহমেদ, জাবেদ মশি, মুনিম আহমেদ, সুশান্ত দাশগুপ্ত, বিপ্লব পাল, গৌরব রায় মিথুন, ইমরুল হোসেন, শাহেদ হাসান, সোহাগ রহমান, কামরুল হাসান, আহসান হাবিব সোহেল, আতিকুর রহমান লিটন, ইফতেখার রাসেল, মাহমুদ বশির। সম্মানীত পৃষ্টপোষক মন্ডলী সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, সৈয়দ মাহমুদুর রহমান বুলু, মুকিত চৌধুরী, এম এ আউয়াল, তাসাদ্দেক হোসেন বাহার, মীর গোলাম মোস্তফা, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, জুবায়ের আহমেদ, ইকবাল ফজলু, সামছুদ্দিন আহমেদ, জিয়া উদ্দিন সেলিম, আলহাজ তুহিন চৌধুরী, মইনুল খান চৌধুরী বাবুল, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, আব্দুল মোতাকাব্বির বাচ্চু। সম্মানীত উপদেষ্টা মন্ডলী ঃ নাজমুল আজিজ জুবায়ের, ব্যারিস্টার মাহমুদুল হক, সিরাজুল ইসলাম, নুরুদ্দিন চৌধুরী বুলবুল, এম এ মুন্তাকিম, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, সৈয়দ মোস্তাক আহমেদ, শাহ আশফাকুল কবির, ফারুক আহমেদ। সভার সমাপনী বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি সালেহ আজহার খান পাপ্পু লন্ডনে বৃন্দাবন গভঃ কলেজের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশাল পুনর্মিলণীর ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com