মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

চুনারুঘাটে ৬৪ পরিবারে বিদ্যুৎ সংযোগ বিএনপি নেতাকর্মীদের আ.লীগে যোগদান

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৩৪১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বাগিয়ারগাও গ্রামে ৬৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের এ বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আকছির মিয়ার বাড়িতে গাজীপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির খানের সভাপতিত্বে এক সমাবেশ প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। এডভোকেট মাসুকুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শওকাতুল আলম, সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাষ্টার ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ আবু তাহের। এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস সহিদ মুন্সী, আহমদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস আবুল হাসিম মুন্সী, গাজীপুর ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগ নেতা সোহেল মিয়া, কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সমাবেশে আওয়মীলীগের উন্নয়ন কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে একই গ্রামের বিএনপি নেতা আব্দুর রহিমের নেতৃত্বে ১৫/২০ বিএনপির নেতাকর্মী আওয়মীলীগে যোগদান করেন। এসময় প্রধান অতিথি তাদেরকে মিষ্টি খাইয়ে বরণ করে নেন।
উল্লেখ্য যে, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৩৩ লাখ টাকা ব্যয়ে বাগিয়ারগাও গ্রামে সোয়া দুই কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হয়। এতে ৬৪ জন গ্রাহক বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com