শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

অপসাংবাদিকতার মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার অপপ্রয়াস চলছে

  • আপডেট টাইম সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায় আওয়ামী লীগ জনপ্রিয়তার দিক থেকে অতীব শক্তিশালী ও মজবুত সংগঠন। হবিগঞ্জ জেলায় যোগাযোগ, শিক্ষা, শিল্প, বিদ্যুৎ ও আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন আজ সকল মহলে প্রশংসিত হচ্ছে। অন্য যে কোন সময়ের তুলনায় এ উন্নয়নের ধারাবাহিকতা আজ সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছে। হবিগঞ্জে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনিক স্টেডিয়াম, ছোট বড় ব্রীজ কালভার্ট, সড়ক নির্মাণ ও মেরামত, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স মাষ্টার্স কোর্স চালু, নতুন নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা, গ্রামে গ্রামে বিদ্যুৎ সংযোগ, হবিগঞ্জ সদর হাসপাতালকে আড়াই’শ শয্যায় উন্নীত ও বহুতল নতুন ভবণ নির্মাণ সকল সময়ের রেকর্ড অতিক্রম করেছে। এ সকল উন্নয়নের ফলে অতীতের ন্যায় আগামী দিনে হবিগঞ্জ জেলার চার আসনই আওয়ামী লীগ সর্বোচ্চ ভোটে জয় লাভ করবে বলে হাটে-মাঠে সাধারণ মানুষ আলোচনা করছে। এ পরিস্থিতি অনুধাবন করে একটি কুচক্রি মহল আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করেও আওয়ামী লীগের জনপ্রিয়তাকে দমাতে পারেনি ওই মহলটি। ফলে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে গত ১২ নভেম্বর একটি পত্রিকায় ‘হবিগঞ্জসহ অযোগ্য ৬৫ সাংসদকে বাদ দেবেন হাসিনা’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে হবিগঞ্জের জনপ্রিয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও আওয়ামী লীগ নেতা এডভোকেট মাহবুব আলী এমপির ছবি সংযুক্ত করে প্রচার করা হয়েছে। উল্লেখিত সংবাদের সাথে প্রকাশিত ছবিগুলো সম্পুর্ণ অসামঞ্জস্যপুর্ণ। এখানে ওই ৩ সংসদ সদস্যের জনপ্রিয়তা হ্রাস করার উদ্দেশ্যেই ছবি সংযুক্ত করা হয়। সংবাদে ভারতের আনন্দ বাজার পত্রিকার উদ্বৃতি দিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে এখানে উল্লেখিত সংসদ সদস্যগণের কারো নাম নেই। যিনি আনন্দবাজারে সারাদেশের চিত্র তুলে ধরে যে বক্তব্য উপস্থাপন করেছেন এখানে হবিগঞ্জের বিষয়টি অবান্তর। হবিগঞ্জ জেলায় সচেতন সাংবাদিকবৃন্দ অত্যন্ত স্বাধীনচেতাভাবে সংবাদ, নিবন্ধ প্রকাশ করে যাচ্ছেন। হবিগঞ্জের সঠিক সংবাদ পরিবেশনের জন্য ভারতের সাংবাদিকদের উপর নির্ভরশীলতার কোন প্রয়োজন আছে বলে কোন সচেতন মহল মনে করেন না। এখানকার সাংবাদিকরাই হবিগঞ্জ জেলার উন্নয়নসহ সার্বিক চিত্র অনুধাবন করেন। কাজেই এ ধরণের সংবাদ প্রকাশ আওয়ামী লীগের সকল মহলে ক্ষোভের সৃষ্টি করতে পারে এটাই স্বাভাবিক। শুধ্ ুতাই নয়, হবিগঞ্জ জেলাবাসীও এসব অনাকাংখিত সংবাদ প্রকাশ কামনা করেন না। হবিগঞ্জবাসী মনে করেন বাস্তব সম্মত সংবাদ প্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে আরো তরান্বিত করবে। সেই সাথে গণতন্ত্রের চর্চায় সাংবাদিকদের কলমী শক্তি আরো বেগবান হবে। শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে বিরোধী চক্রের লেজুর বৃত্তি না করে উদার সাংবাদিকতার মাধ্যমে এসব অপসাংবাদিকতা পরিহার করা অপরিহার্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com