শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

সুন্দ্রাটিকির ৪ শিশু হত্যাকান্ডে আরো দুইজনের সাক্ষ্য গ্রহণ

  • আপডেট টাইম বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আতাবুল্লাহ’র আদালতে মামলার পাঁচ আসামিকে হাজির করা হয়। পরে বিচারক মামলার সাক্ষী সিজিল মিয়া ও সেলিম আহমেদের সাক্ষ্য গ্রহণ শেষে ৯ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। মামলায় মোট ৫৯ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
এর আগে যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন মামলার প্রধান সাক্ষী ও মামলার বাদী আব্দাল মিয়া, আব্দুল আহাদ, আফজল মিয়া তালুকদার, এমরান, কাজল মিয়া, মিজানুর রহমান তালুকদার, আজাদ মিয়া ও মাসুক মিয়া।
শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, আদালতে আটক আব্দুল আলী বাগাল, তার পুত্র রুবেল মিয়া ও জুয়েল মিয়া, আরজু মিয়া ও সাহেদ আলী ওরফে সায়েদকে হাজির করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে বিকেল সোয়া ৫টার দিকে আদালত মুলতবি ঘোষণা করা হয়।
এ মামলায় আটজন আসামির মধ্যে কারাগারে আটক রয়েছেন পাঁচজন ও পলাতক রয়েছেন তিনজন। পলাতক আসামীরা হলো, উস্তার মিয়া, বেলাল মিয়া ও বাবুল মিয়া। চলতি বছরের ১২ ফেব্র“য়ারি গ্রামের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০)। পাঁচদিন পর বাড়ির অদূরে একটি বালুছড়া থেকে মাটিচাপা দেয়া অবস্থায় ওই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com