বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সরকার সাধারণ মানুষের মূখে হাসি ফুঁটাতে কাজ করছে-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ৮ অক্টোবর, ২০১৬
  • ৩৩০ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে গতকাল হতদরিদ্রদের মধ্যে ১০টাকা কেজির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় চাল নেয়ার জন্য জন সাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রথম দিনেই ৭০% চাল বিতরন সম্পন্ন করেছেন ডিলারগণ। চালের গুনগত মান ভাল হবার কারণে হতদরিদ্র মানুষের মধ্যে তীব্র আগ্রহ ছিল। সবাই চাল পেয়ে মহাখুশি। গতকাল শুক্রবার ৫, ,৯ ,১০ ও ১৩নং ইউনিয়নে চাল বিতরণ করা হয়। ১০নং দেবপাড়া ইউনিয়নে চাল বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন জাকি, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংবাদিক এম,এ আহমদ আজাদ, রুমেল আহমেদ, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, বিশিষ্ঠ শালিস বিচারক ইলিয়াছ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাষ্টার আব্দুর রকিব প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন মেম্বারদের মধ্যে আব্দুল আজিজ, আব্দুল মুকিত, বশির আহমদ, আবুল কালাম, মামদ আলী, হেলাল আহমদ, আজাদ মিয়া, শিপলু মিয়া, জাকারিয়া আহমদ, মহিলা মেম্বার শাহ রাবিয়া, আয়শা আক্তার রানী, হোসনা আক্তার, উপজেলা সংরক্ষিত মহিলা আসনের সদস্য মায়ারুন বেগম, ট্যাগ অফিসার মেহেদী হাসান, সমাজসেবক আব্দুর রউফ, ডিলার শাহরিয়াজ নাদির সুমন, মোবাশ্বির আহমদ, আব্দুর রউফ, তাজ উদ্দিন প্রমূখ। এদিকে ১৩নং পানিউমদা ইউনিয়নে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান আরজত আলী সভায় বক্তব্য রাখেন, এম, এ আহমদ আজাদ, মুক্তিযোদ্ধা বশির আহমদ, আওয়ামীলীগ নেতা আনিছ মিয়া, মুক্তিযোদ্ধা সোনা মিয়া, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার মনসুর আলম, আওয়ামীলীগ নেতা শাহ তোফাজ্জুল হোসেন, উপজেলা যুবলীগনেতা অনু আহমদ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আবুল ফজল, ডিলার আব্দুল কুদ্দুছ, সভায় মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম, বাজিত উল্লাহ, মুহিত মিয়া, আলী নেওয়াজ, জহির আহমদ, জয় মিয়া, কালা মিয়া, শাহ জাহির আলী, ধনেশ্বর বিশ্বাস, মহিলা সদস্য মমতাজ বেগম, হামিদা বেগম, পারভীন বেগম, সচিব সিদ্দিকুর রহমান প্রমুখ। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের মূখে হাসি ফুঁটানোর জন্য কাজ করছেন। ৩৫ টাকা কেজির চাল আমরা ১০টাকা কেজিতে হতদরিদ্র মানুষের মাঝে দিতেছি। এতে সরকার ২৫ টাকা করে ভূতুর্কি দিচ্ছে। সারা দেশে এক কোটি মানুষকে এ চাল দেয়া হবে। বর্তমান সরকারের আমলে দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন। এখন আর বাহিরের চাল কিনে আনতে হয় না। তাই এই সরকার সাধারণ মানুষের কল্যানে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com