বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ পৌর এলাকার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬
  • ৩৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন- ধর্ম যার যার উৎসব সবার, আমরা এ নীতিতে বিশ্বাসী। আর নবীগঞ্জ অন্যান্য যে কোন এলাকার চেয়ে সাম্প্রদায়ীক-সম্প্রতির দিক দিয়ে অনেক ভালো অবস্থানে আছে। তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উৎসমুখর পরিবেশে সম্পন্ন হওয়ার জন্য যা যা দরকার নবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ সেইসব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গতকাল নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন বিষয়ে নবীগঞ্জ পৌর পরিষদ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সমন্বয় সভায় পৌর মিলনায়তনে বিকাল ৩টায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, পৌর শাখার সভাপতি ও প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, সাধারন সম্পাদন কর্ণমনি দাশ, প্যানেল মেয়র-১ এ,টি,এম সালাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ ছালাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সুন্দর আলী, গোবিন্দ জিউর আখড়া কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক অসীম রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, রাম কৃষ্ণ সেবা সংঘের সভাপতি অশোক তরু দাস, পূজা উদযাপন পরিষদের নেতা রঙ্গ লাল রায়, ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, গৌতম রায়, বিপ্লব দাশ, বিধান ধর, সুশান্ত বণিক, রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু, রশময় শীল, নীলকন্ট দাশ সামন্ত নন্টি, সুবল দেব, পান্ডব দেব, দীপক দেব, নিশিকান্ত সূত্রধর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারাল, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, সৈয়দা নাছিমা বেগম, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (অঃ দাঃ) ভবি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সসহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, জুয়েল চৌধুরী, যুব দাশ সহ নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপের পূজারীবৃন্দ। সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে উদ্যাপন করতে বিভিন্ন দাবি-দাওয়া পৌর কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেন এবং নবীগঞ্জ পৌরসভা প্রথম বারের মতো পূজা উপলক্ষে এ ধরণের মতবিনিময় সভার আয়োজন করায় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ পৌর পরিষদকে অভিনন্দন জানান। সভাশেষে পৌর কর্তৃপক্ষ পৌর এলাকার ৭টি পূজা মন্ডপের সভাপতি/সাধারন সম্পাদকের হাতে নগদ ৬ হাজার টাকা করে তুলে দেন এবং মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ব্যক্তিগতভাবে এক বস্তা করে চাল প্রতিটি পূজা মণ্ডপের নেতৃবৃন্দকে সমঝিয়ে দেন। সভায় পৌর এলাকার প্রতিটি পূজা মন্ডপে নবীগঞ্জ পৌরসভার প থেকে ওরস্যালাইন ও কমিউনিটি পুলিশের ব্যবস্থা রাখা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com