বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

চুনারুঘাটে বেঁজে উঠেছে উপজেলা নির্বাচনের দামামা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ সীমান্ত উপজেলা চুনারুঘাটে বেঁজে উঠেছে উপজেলা নির্বাচনের ডামা-ঢোল। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে ঘোষনা করেছেন তাদের নাম। প্রার্থীর সমর্থকরা কোমড় বেধে প্রচার চালিয়ে যাচ্ছেন চায়ের দোকান, হাট-বাজারে। কোন কোন প্রার্থী উপজেলার গুরুত্বপূর্নূ স্থান সমুহে সভা-মিটিং করে নিজের যোগ্যতার ফিরিস্তি দিয়ে চলেছেন। সাধারণ ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনে তেমন ভাবে অংশ নিতে না পারায় উপজেলা নির্বাচন নিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যাপক আলোচনা-সমালোচনা। গত নির্বাচনে জয়-পরাজয় বরনকারী উভয় প্রার্থীর বিষয়ে আলোচনা-সমালোচনা বেশি হলেও নতুন প্রার্থী নিয়ে ভোটারের আগ্রহ এবার বেশী পরিলক্ষিত হচ্ছে। চুনারুঘাট উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর মধ্যে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বর্তমান চেয়ারম্যান আঃ কাদির লস্কর, সাংবাদিক শফিকুর ইসলাম লুতু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের ও বিএনপি’র সভাপতি, চুনারুঘাট (সদর) ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের নাম নিজ নিজ অবস্থান থেকে ঘোষনা করা হয়েছে। এছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন কাওসারের নামও শুনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসেবে। গত উপজেলা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে আঃ কাদির লস্করের কাছে হেরে সাংবাদিক শফিকুল ইসলাম লুতু কর্মস্থলে চলে যাবার পর এলাকার লোকজনের সাথে তেমন একটা দেখা করতে পারেননি তিনি। বিজয়ী প্রার্থী আঃ কাদির লস্কর সরকারী গাড়ী হাকিয়ে টুক-টাক গ্রাম্য আচার-বিচার ছাড়া তেমন কিছু কাজ করার ছিলনা তার। তাই নতুন প্রার্থী আবু তাহের এবং সৈয়দ লিয়াকত হাসানকে নিয়ে এলাকায় ব্যাপক মাতামাতি শুরু হয়েছে এবার। আবু তাহের বিগত ১০ বছর ধরে দলীয় নেতা-কর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে জাতীয় নির্বাচন পরিচালনা করে সবার নজর কেড়েছেন। যদিও আঃ কাদির লস্কর এবং আবু তাহেরের মাঝে মত বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। সৈয়দ লিয়াকত হাসানকে সবাই ‘সা’ব’ বলে সম্বোধন করে থাকেন। এ দু’প্রার্থীর দিকেই এবার ভোটারের নজর বেশী বলে বলাবলি হচ্ছে এলাকায়। তবে এবারকার নির্বাচনে বৈতরণী পার পাওয়া হবে প্রার্থীদের জন্য হবে বড় চ্যালেঞ্জ- এমন ধারনা করছেন বিশ্লেষকরা। চুনারুঘাটে ১০টি ইউনিয়নে চা শ্রমিক ভোটারসহ ভোটার রয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৫৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮০টি। নির্বাচন দপ্তর উপজেলা নির্বাচন অনুষ্টানের জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। কমিশন চুনারুঘাটে ৪টি সংরক্ষিত মহিলা আসন এলাকা ঠিক করেছে। গাজীপুর ও আহম্মদাবাদ ইউপি নিয়ে ১ নাম্বার এলাকা, দেওরগাছ, পাইকপাড়া ইউপি ও চুনারুঘাট পৌরসভা নিয়ে ২ নাম্বার এলাকা, শানখলা, চুনারুঘাট সদর ও উবাহাটা ইউপি নিয়ে ৩ নাম্বার এলাকা এবং সাটিয়াজুড়ি, রানীগাও ও মিরাশী ইউপি নিয়ে গঠন করা হয়েছে ৪ নাম্বার এলাকা। আগামী ১৯ ফেব্র“য়ারী এখানে ভোট গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com