বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

লিস্ডার আলোচনা সভায়-এমপি আবু জাহির ॥ বেকারত্ব দূরীকরনে অগ্রনী ভূমিকা রাখছে লিসডা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সবুজবাগস্থ লিস্ডা ট্রেনিং ইনস্টিটিউট হবিগঞ্জ প্রেসক্লাবে জঙ্গীঁ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও সনদ বিতরন অনুষ্টানের আয়োজন করে। রোটার‌্যক্টর প্রেসিডেন্ট জারিন তাসলিম পপির সঞ্চালনায় ও লিস্ডা ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ আব্দুস শহীদ চৌধুরী সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন লিস্ডার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক রোটারিয়ান এ এস এম মহসিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সফিউল আলম সহকারি পুলিশ সুপার সদর সার্কেল সুদীপ্ত রায়, জঙ্গীঁ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সেক্রেটারি রোটারিয়ান মোঃ লুৎফুর রহমান তালুকদার, নাজমুল হোসেন চৌধুরী, মোছাঃ মাহমুদা আক্তার, মীর মোঃ আব্দুর রহিম, মোঃ জসিম উদ্দিন, রনজিত চন্দ্র কপালি, উজ্জল চৌধুরী, স্বপ্না বেগম তালুকদার, নুরুল আমীন রাসেল প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, লিস্ডা ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা আজকে সনদ পেলেন তারা নিজের আত্ব উন্নয়ন ও সমাজের মঙ্গঁলার্থে কাজ করবেন। জঙ্গীঁ সম্পর্কে তথ্য জানলে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবেন। আইটি সেক্টরে বর্তমান সরকারের প্রচেষ্টায় অনেক অগ্রসর হয়েছে। ই কমার্স বা আউট সোসিং এ বাংলাদেশ বিশ্বের তৃতীয় স্থান অর্জন করেছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। নিকট অতীতেও বাংলাদেশ দূনীতিতে শীর্ষ ছিল কিন্তু বর্তমানে আমরা তা কাটিয়ে উঠতে পারছি। এমপি আরো বলেন লিস্ডা দীর্ঘ দিন যাবত হবিগঞ্জে আত্বকর্ম সংস্থান সৃষ্টি হয় এমন কোর্স গুলি সফলতার সাথে সম্পন্ন করছে যা বেকারত্ব দূরীকরনে অগ্রনী ভূমিকা রাখছে। এরজন্য তিনি লিস্ডা ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক এ.এস.এম মহসিন চৌধুরীকে ধন্যবাদ জানান। লিস্ডাকে ই কর্মাসের উপর জোর দেবার আহ্বান জানান। পরে শতাধিক ছাত্র, ছাত্রীদের মাঝে সনদ বিতরন শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com