শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

আওলাদে রাসুল আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহঃ) এর ২৪তম উরস মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪২৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৮ সেপ্টেম্বর রবিবার গাউছিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গাউছে জামান আওলাদে রাসুল আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর ২৪তম উরস মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের ১ম অধিবেশন বেলা ২টায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া, ঢাকা ক্বাদেরিয়া আলীয়া ও গাউছিয়া একাডেমির হিফজ শাখার সাবেক ছাত্রদেরকে নিয়ে দাওরায়ে দাওয়াতে খায়ের এর উপর প্রশিক্ষণমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম এর সভাপতিত্বে ও কাজী সাইফুল মোস্তফা এর সঞ্চালনায় প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন, কাজী ফজলুল হক, মাওঃ মুজিবুর রহমান, মাওঃ হারুনুর রশিদ, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ হাফেজ কামরুল হুদা ও মাওঃ রফিকুল ইসলাম প্রমূখ। ২য় অধিবেশন বাদ মাগরিব আলহাজ্ব ডাঃ এম এ ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নূরানী ঈমানী তাকরীর পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওঃ শাহ জালাল উদ্দিন আখঞ্জী, হবিগঞ্জ শাহী ঈদগাহের খতিব মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আশরাফুল ওয়াদুদ, অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম ও মাওঃ সৈয়দ আজহার আহমদ প্রমূখ। বক্তাগণ হুজুর কেবলার জীবনী নিয়ে আলোচনায় বলেন, তিনি ছিলেন জামানার গাউছ, মাতৃগর্ভের অলি, বাংলাদেশে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) এর রূপকার। তার নির্দেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম বাংলাদেশে জশ্নে জুলুশ শুরু হয়। তিনি ঢাকায় ক্বাদেরিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠায় অবদান রাখেন। এছাড়া তার নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় ১৯৮৬ সালে গাউছিয়া কমিটি প্রতিষ্ঠা লাভ করে। সুন্নীয়তের মূখপাত্র মাসিক তরজুমানে আহলে সুন্নাত এদেশে বাতিলের মোকাবেলায় অতন্ত্র প্রহরী হয়ে কাজ করছে। বর্তমানেও উনার আওলাদ সুযোগ্য ছাহেবজাদা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ ও সৈয়দ মুহাম্মদ সাবের শাহ্ (মাঃজিঃআঃ) এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পাক ভারত উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শত শত সুন্নী মাদ্রাসা, খানকা পরিচালিত হয়ে সুন্নিয়তের মধ্যে বিশেষ অবদান রাখছে। পরিশেষে জিকির, মিলাদ, মোনাজাত ও তাবারক বিতরনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com