বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

এমপি কেয়া চৌধুরীর চেষ্টায় নবীগঞ্জে ১১১টি পরিবারে বিদ্যুৎ সংযোগ

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি কেয়া চৌধুরীর চেষ্টায় নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বরকতপুর গ্রামে প্রায় ১৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে ১১১টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ২ সেপ্টেম্বর শুক্রবার তৃণমূল লোকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী।
এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। তাই উন্নয়ন নিয়ে আর চিন্তার কারণ নেই। তিনি বলেন, আমি প্রতিশ্র“তিতে বিশ্বাসী নই। বাস্তবে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জননেত্রীর উপহার হিসেবে নবীগঞ্জ-বাহুবলে একে একে সবার ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, শুধু বিদ্যুত নয়, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির, রাস্তা, ব্রিজসহ সকল ক্ষেত্রে নেত্রীর কাছ থেকে উন্নয়ন নিয়ে আসছি। তিনি বলেন, যেখানে সমস্যা, সেখানেই আমি হাজির হয়ে সমাধান করতে চাই। আপনাদের প্রতি আহবান, আমাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করুন।
সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমরু মিয়া, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদাল করিম, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি দিজেন্দ্র রায় মহাদেব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী, ৮নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম মেম্বার, ৮নং ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ নূর উদ্দিন আহমেদ, যগ্ম-আহবায়ক মোঃ আজহারুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুধাংশু বাবু, পৌর যুবললীগের সদস্য আফজাল মিয়া, ভানু লাল দাস, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সহ-সভাপতি কয়েছ আহমেদ মাহদি, পল্লী বিদ্যুতের নবীগঞ্জ জোনাল অফিসের এজিএম মোঃ সাইফুল ইসলাম, পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, থানা মসজিদের ইমাম হাফেজ সফিকুর রহমান, মাওলানা আশিকুর রহমান, আব্দুল্লা ইসমাইল পিন্সিপান নুরুল হাদি বানী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুরব্বিয়ান, গ্রামবাসী, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী, নানাস্তরের লোকেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com