বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সৌদি প্রবাসী আহমদ আলী চির নিদ্রায় শায়িত

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৬২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ বিশিষ্ট আলেমে দ্বীন হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ কুতুবেরচক মাদ্রাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আশরাফ আলীর বড় ছেলে ও শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আসম আফজল আলীর বড় ভাই সৌদি প্রবাসী আহমদ আলী চির নিদ্রায় শায়িত হয়েছেন। শুক্রবার বাদ আছর কুতুবেরচক শাহী ঈদগা মাঠে জানাজার নামাজ শেষে তালুগড়াই গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর পূর্বে সকাল ৬টার দিকে আহমদ আলীর মৃতদেহ সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফাইটে ঢাকায় নিয়ে আসা হয়। লাশ বহনকারী গাড়ী দুপুর ২টার দিকে বাড়ীতে পৌঁছায়। এ সময় লাশের অপোয় থাকা স্বজন, প্রতিবেশীদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়।
জানাজার নামাজে ইমামতি করেন, শায়খুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হক। জানাজায় মরহুমের প্রতি স্মৃতিচারণ করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরুজুল ইসলাম চৌধুরী, মরহুমের ছোট ভাই সাবেক পৌর কাউন্সিলর আসম আফজল আলী প্রমুখ। এছাড়া এ জানাজায় শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, ২৫ আগস্ট বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ আলী। এর আগে সকাল ৯টার দিকে বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।
১৯৭৬ সালে বাংলাদেশ থেকে স্কলারশীপ নিয়ে পড়ালেখার জন্য মদিনা ইউনিভার্সিটিতে ভর্তি হন। পড়ালেখা শেষ করে সেখানে বেসরকারি একটি কোম্পাপানীতে চাকুরী নেন। এক পর্যায়ে ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি ঈদের ছুটিতে বৃহস্পতিবার রাতে বাড়িতে আসার কথা ছিল। এ জন্য তিনি বিমানের টিকেটও সংগ্রহ করেছিলেন। কিন্তু জীবিত অবস্থায় আর তার দেশে ফেরা হলো না। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ২ মেয়ে ও ২ ছেলে, ভাইসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com