মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

নবীগঞ্জে বিরোধীয় ভুমিতে ঘর তৈরী করে অসহায় মহিলাকে হয়রানী

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪
  • ৩৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধীয় ভূমিতে এলাকার প্রভাবশালীমহল ও থানা পুলিশের  সহযোগীতায় দখল করে ঘর তৈরী করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় দখলকারী প্রতিপক্ষের লোকজন বিধবা মহিলা তার শিশুদেরকে ভূমি থেকে উচ্ছেদেরও হুমকি দেয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের নমেন্দ্র চন্দ্র পাল জে এল নং ১৬৫ মান্দারকান্দি মৌজার ১২৬ নং খতিয়ানে এস এ দাগ নং ১২০২ মোতাবেক মোয়াজি ১৭ শতক ভুমি উত্তরাধিকার হিসাবে প্রাপ্ত হয়ে তার উত্তরাধিকার শিশু পুত্র ও তার স্ত্রী মিতা পালকে রেখে প্রায় ৩ বছর পূর্বে মারা যান। নমেন্দ্র পালের মৃত্যুর পর থেকেই তাদের প্রতিবেশী পাথ সারথী ঘোষ, বিজন বিহারী ঘোষ রানা গংরা ঐ ভূমি দখলের পায়তারা চালিয়ে আসছে। ওই ভূমির পাশে সরকারী জায়গা থাকার কারনে মৃত নমেন্দ্র পালের স্ত্রী মিতা রানী পাল সীমানা নির্ধারনের জন্য গত ২২মে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তদন্তক্রমে প্রতিবেদনে বলা হয়, মিতা রানী পালের নালিশা ভূমি এস এ রেকর্ডিয় মালিক তার কাকা শশুর নব কুমার পাল ছিলেন। উক্ত জায়গায় উভয় পক্ষের লোকজনের মধ্যে শান্তি শৃংখলা ভঙ্গের আশংকা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন। অপর দিকে উল্লেখিত ভূমির মালিকানা দাবী করে প্রতিপক্ষের লোকজন নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গত ২৯ জুলাই নবীগঞ্জ থানার এস আই মিজান উভয় পক্ষকে উল্লেখিত ভূমিতে কোন রকম কিছু না করার জন্য সতর্কীকরন নোটিশ প্রদান করেন। নিরুপায় হয়ে বিধবা মিতা রানী পাল বাদী হয়ে গত ১৩ জানুয়ারী সহকারী জজ আদালত নবীগঞ্জ বরাবর স্বত্ব মামলা (নং ৬/১৪) দায়ের করেন। থানার নিষেধাজ্ঞা ও আদালতে মামলা চলামান থাকা সত্ত্বেও গত শুক্রবার বিকালে প্রতিপক্ষ জোরপূর্বক বিরোধীয় ভুমিতে ঘর তৈরী করে। এ সময় মিতা রানী গ্রামের লোকজন নিয়ে ঘর তৈরীতে বাধা দিলেও কোন কাজ হয়নি। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com