শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

যুবলীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ইর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত জঙ্গী কর্মকান্ড চালাচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে স্বাধীনতা বিরোধী একটি চক্র সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতকে সাথে নিয়ে অরাজকতা ও জঙ্গী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। পচাঁত্তরে বঙ্গবন্ধু হত্যা আর ২১ আগস্ট গ্রেণেড হামলা একই সূত্রে গাঁথা। এদেরকে প্রতিহত করতে হলে আইন শৃংখলা বাহিনীসহ আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালণ করতে হবে। তিনি গতকাল রবিবার বিকাল ৪টার দিকে স্থানীয় আরডি হলে হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, প্রচার সম্পাদক বাবু অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা স্বপন লাল বণিক, কৃষক লীগ সভাপতি হুমায়ূন কবীর রেজা, যুবলীগ নেতা আব্দুল মালেক, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, থানা যুবলীগের সভাপতি ফজল তালুকদার, মোঃ জাহির, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, পৌর ছাত্রলীগের সভাপতি রবিন আহমেদ প্রমুখ। সভায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, পঁচাত্তরে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বিপথগামী সেনাবাহিনীর কুকর্ম অবহিত হয়েও কোন পদক্ষেপ নেননি। তিনি বঙ্গবন্ধুকে বাঁচাতে এগিয়ে আসেননি। ঠিক তেমনিভাবে বিগত পৌরসভা নির্বাচনে দলের ভিতরে থাকা মোনাফেকদের কারণে নৌকার ভরাডুবি হয়েছে। সেলিম বলেন, এ আগস্ট মাসে দাড়িয়ে এই প্রার্থনা করছি আল্লাহ যেন এরকম মোনাফিকির পুনরাবৃত্তি না ঘটে। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহ মোঃ আরজু মিয়া, রন্টু পুরকায়স্থ, সজল রায়, হাজি সামছু মিয়া, মিজানুর রহমান শামীম, ফজলুর রহমান খান, শকওত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক, বিপ্লব রায় চৌধুরী, সোহেল আফজাল, মোতাহের হোসেন রিজু, ফেরদৌস আহমেদ, এমএ হাকিম, মাসুদ আলম, শাহীন তালুকদার, শাহরিয়া সুমন, এডভোকেট সুহেল, বিপুল রায়, আলম মিয়া, ফারুক মিয়া, রুহুল আমিন সিজিল, রিমন লস্কর, টিটু, জনি, বেলাল আহমেদ, শাহ আলম সিদ্দিকী, শাহ আলম ও মাইন চৌধুরী প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তৈয়বুর রহমান, গীতা পাঠ করেন ডাঃ পিন্টু আচার্য্য। সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com