মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

নবীগঞ্জে সনদপত্র বিতরণকালে এমপি কেয়া চৌধুরী – জঙ্গীরা কোনভাবেই সফল হতে পারছে না ॥ আর পারবেও না

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৩৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার গ্রামে বসে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের টাকা আয়ের পথ বের করে দেয়ার জন্য এমপি কেয়া চৌধুরী’র উদ্যোগে টেকার প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে এক মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনীতে সনদপত্র বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একমাস মেয়াদী মোবাইল বাসে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন স্থান থেকে নানা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ১২ জন মেয়ে ও ১২ জন ছেলেসহ মোট ২৪ জন অংশ নিয়েছিল।
৮ আগস্ট সোমবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন এমপি কেয়া চৌধুরী। এছাড়াও পরে তিনি (এমপি কেয়া চৌধুরী) উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে ৩০জন বেকার যুবকের মধ্যে মোবাইল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।
আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, জঙ্গীবাদ চেয়েছিল এদেশের নতুন প্রজন্মকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু তারা সফল হতে পারেনি। বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার নতুন প্রজন্মকে নতুন নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়ে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। জঙ্গীরা কোনভাবেই সফল হতে পারছে না। আর পারবেও না।
তিনি বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তার সাথে নতুন প্রজন্মকে তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে উৎসাহিত করুন। এসব প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ঘরে বসে বৈধপন্থায় টাকা রোজগার করতে পারবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের তথ্য প্রযুক্তিকে আরো এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ ব্যাপকভাবে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুসা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রেজভী আহমেদ খালেদ, দপ্তর সম্পাদক মহিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী দিলারা বেগম, বাউসা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বিধু দাশ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম প্রমুখ। এ সময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের নেতাকর্মী, নানাস্তরের লোকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com