বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে কবর স্থান দখল করে স্থাপনা নির্মাণ ॥ উচ্ছেদ আদেশ মানছেন না দখলকারীরা

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০১৬
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের বারিগাও গ্রামের পঞ্চায়েত কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। ওই স্থাপনায় খন্ডকালীন মাদ্রাসা দেখিয়ে বিভিন্ন স্থান মাঝে মাঝে যুবকদের এনে রাখা হয়। ওই যুবকদের চালচলন নিয়েও এলাকায় নানা কথা চালু রয়েছে। কবরস্থান থেকে স্থাপনা উচ্ছেদ করার ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনাও মানছেননা ভূমিখেকুরা। সরকারী জায়গা থেকে স্থাপনা উচ্ছেদের বিষয়ে উচ্ছেদ আদেশও মানা হচ্ছে না।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আহমদ আলীর পুত্র ছালেহ আহমদ আঙ্গুর মিয়া রায়ঘর বাদে মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত এস এ ৩৬২ নং দাগের বারিগাও গ্রামের পঞ্চায়েত কবরস্থানের অন্তত ৬০ শতক জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। ওই জায়গার কিছু অংশে পুকুর দিয়ে তিনি মাছও চাষ করছেন। অনবরত দখলের ফলে কবরস্থানের অস্তিত্ব এখন বিলীনের পথে। গ্রামবাসীর প্রতিবাদের মুখেও ছালেহ আহমদ তার দখল কার্যক্রম অব্যাহত রেখেছেন। সরকারী কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণ করায় বারিগাও গ্রামের আব্দুল মালিকসহ গ্রামবাসী অবৈধ দখলদারদের হাত থেকে কবরস্থান রক্ষার জন্য গত ২০ জানুয়ারী ভূমি মন্ত্রনালয়ে একটি আবেদন করেন। গত ১৪ ফেব্র“য়ারী ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব শোয়াইব আহমাদ খান স্বাক্ষরিত এক পত্রে হবিগঞ্জের জেলা প্রশাসককে সরকারী খাস জমি জবরদখলমুক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসকের নির্দেশে নবীগঞ্জের এসি ল্যান্ড একটি তদন্ত প্রতিবেদন দেন। গত ২৪ মার্চ দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছালেহ আহমদ সরকারী খাস জমি জবরদখল করে আছেন। জবরদখলকারী ছালেহ আহমেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এসিল্যান্ড এর প্রতিবেদনের আলোকে একটি উচ্ছেদ মামলা রুজু করা হয়। জেলা উচ্ছেদ মামলা নং ৩/১৬। উক্ত মামলায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গত ১৯ এপ্রিল জবরদখলকারী ছালেহ আহমেদ আঙ্গুর মিয়াকে ৩০ দিনের সময় দিয়ে অবৈধ ও বেআইনী দখল পরিত্যাগ করার জন্য নোটিশ ইস্যু করেন। উক্ত নোটিশে সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে উচ্ছেদ না করলে পুনরায় কোনো নোটিশ না দিয়েই সরকারী উদ্যোগে সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে উল্লেখ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসকের উপরোক্ত নোটিশের মেয়াদ ইতিমধ্যে ৩০দিন অতিবাহিত হয়েছে। গতকাল সরেজমিনে বারিগাও গ্রামে গিয়ে দেখা যায়, বহাল তবিয়তে আছেন ছালেহ আহমেদ। এ ব্যাপারে বারিগাও গ্রামের মমিনুল হক, জিল্লুল হক, চান্দ উল্লাহ, রফিক মিয়াসহ গ্রামবাসী জানান, আমাদের বাপদাদাদেরকে বারিগাও কবরস্থানে দাফন করা হয়েছে। আমাদের মৃত্যুর পরও আমাদের প্রত্যাশা থাকবে বাপদাদার কবরস্থানের পাশেই যেন আমাদেরকে দাফন করা হয়। কিন্তু ছালেহ আহমেদ যেভাবে কবরস্থান দখল করে আসছেন, তাতে মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে পুরো কবরস্থানই তিনি দখল করে নিবেন। তারা জানান, সরকারের উচ্ছেদ আদেশও তিনি মানছেন না। আমরা মনে করি না, সরকারের শক্তির চেয়ে একজন ব্যক্তি ছালেহ আহমেদের শক্তি বেশি। সরকার কঠোর হলে ছালেহ আহমেদের কাছ থেকে কবরস্থান উদ্ধার করা সময়ের ব্যাপার মাত্র। এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার ছাদিক মিয়া জানান, কবরস্থান দখল নিয়ে গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। কবরস্থান থেকে অবৈধদখলকারীদের উচ্ছেদ করা না হলে যে কোনো সময় রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ছালেহ আহমেদ জানান, আমি কবরস্থান দখল করিনি। আমি আমার পৈত্রিক সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করেছি। এসিল্যান্ড এর তদন্তে তাকে সরকারী জমি জবরদখলকারী হিসাবে উল্লেখ করা হয়েছে, উচ্ছেদ মামলায় তাকে ৩০ দিনের মধ্যে স্থাপনা উচ্ছেদের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে, স্মরণ করিয়ে দিলে ছালেহ আহমেদ এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com