শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

সবজি চাষি আমজাদ খান এখন মডেল বর্ষাকালে তরমুজের বাম্পার ফলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৩
  • ৭০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আধুনিক প্রযুক্তিতে কীটনাশকমুক্ত সবজি চাষ করে সফল হয়েছেন কৃষক আমজাদ খান। সফলতার সঙ্গে টমেটো, শসা, করলা ও লাউ চাষবাদের পর এবার বর্ষাকালে সুস্বাদু তরমুজ চাষে সাফল্য অর্জন করে সাড়া জাগিয়েছেন। সফল এ কৃষক এবার দেড় একর জায়গায় ৩ মাসে জেসমিন-১ ও জেসমিন-২ জাতের তরমুজ চাষ করে গত রমজান মাসে ৬০ টন তরমুজ বিক্রি করে ১৫ লাখ টাকা আয় করেছেন। এ তরমুজ চাষাবাদে তিনি কোনো প্রকার কীটনাশক ব্যবহার করেনি। পোকা মাকড়কে তাড়াতে “বিকর্ষক” জৈব ঔষধ ব্যবহার করেছেন। এ পদ্ধতিতে চাষাবাদ করে উৎপাদন বেশী হওয়ায় এলাকার কৃষকরা এখন তাকে অনুসরণ করছেন। সবজি চাষে সফল আমজাদ খান এখন এলাকায় মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। মাধবপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডের হরমুজ আলীর ছেলে আমজাদ খান ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক পাশের পর কীটনাশক ও বীজ ব্যবসা শুরু করেন। এ ব্যবসায় তার তেমন সফলতা আসেনি। ২০০৭ সালে তার পৈত্রিক ২০ শতক ভূমিতে পরীক্ষামূলক উচ্চ ফলনশীল টমেটো চাষ করে লাভবান হওয়ায় তিনি সবজি চাষাবাদে মনোযোগি হয়ে পড়েন। এরপর উপজেলায় চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে ৬ একর জমি লিজ নিয়ে টমেটো চাষাবাদ করে লাভবান হন এবং তার উৎপাদিত টমেটো সিঙ্গাপুরে রপ্তানী শুরু করেন এয়ার কনসার্ন নামক একটি কোম্পানীতে। এ থেকেই বিদেশে বাংলাদেশের টমেটো রপ্তানী শুরু। এবার রমজান মাসকে সামনে রেখে আমজাদ খান দেড় একর জমিতে ৩ মাসে ফলনশীল জেসমিন-১ ও জেসমিন -২ জাতের তরমুজ চাষাবাদ শুরু করেন। এক একটি তরমুজ আড়াই থেকে ৫ কেজি ওজনের পর্যন্ত হয়েছে। এ তরমুজ অতি মিষ্টি হওয়ায় মাধবপুরে ব্যাপক সাড়া পড়ে যায়। তরমুজ চাষাবাদে তার লাভ হয় প্রায় ১৫ লাখ টাকা। এ তরমুজের চাষাবাদ দেখে আশপাশের চাষিরা এখন বর্ষা কালে তরমুজ চাষাবাদে আগ্রহী হয়ে উঠেছেন। আমজাদ খানের খামারে প্রতিদিন শতাধিক পুরুষ ও নারী শ্রমিক কাজ করে। ইতোমধ্যে জমিতে সুষম সার ও কীটনাশক মুক্ত সবজি চাষ ও বিদেশে সবজি রপ্তানীর জন্য আমজাদ খান বাংলাদেশ একাডেমি ফর এগ্রিকালচার -২০১২ সালের ক্রেষ্ট অব মেরিট পুরষ্কার পেয়েছেন। তার এ খামারে রবি ও খরিপ মৌসুমে বিভিন্ন প্রকার সবজি চাষাবাদে ভাল ফলন হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা সরেজমিনে দেখার জন্য তার খামার পরিদর্শন করছে। তার কাছ থেকে অভিজ্ঞতার বর্ণনা শুনে কৃষকরা অন্য জেলায় এ পদ্ধতিতে সবজি চাষাবাদে অনুপ্রাণিত হচ্ছেন। সফল চাষি আমজাদ খান জানান, ইচ্ছ, মনোবল, একাগ্রতা থাকলে দেশের মাটিতেই সবজি উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আমজাদ খান চলতি মৌসুমে ৪০ একর জমিতে টমেটো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমজাদ খান জানান, বর্ষাকালে সবজি চাষ করতে বিশেষ ধরনের পলিথিন দিয়ে জমিতে মেরী ঢেকে দেওয়া হয়। এক একর জমিতে তরমুজ চাষ করতে পলিথিন বাবদ ৪২ হাজার টাকা, গোবর ১০ হাজার, সার ৪ হাজার, বীজ ৯ হাজার, মাচার জন্য বাশঁ ২৪ হাজার, মাচায় পাতার নেট ১০ হাজার, শ্রমিক ২০ হাজার, এবং বালাই নাশক ২ হাজার টাকা সমেত প্রায় সোয়া লাখ টাকা বলে জানান আমজাদ খান। তার খামারে এখন আছে শসা, তরমুজ, টমেটো, লাউ, পেয়ারা, লেবু, আম, লিচু সহ কয়েক প্রকারের ফল ও সবজি। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক বলেন, আমজাদ খান আধুনিক পদ্ধতিতে কৃষি চাষাবাদে সফলতার সহিত চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে এখন কৃষকের মডেল হয়ে দাঁিড়য়েছে। তার এ সফলতা জাতীয় পর্যায়ে প্রসারিত করতে পারলে দেশের কৃষকরা লাভবান হবে এবং দেশের পুষ্টি চাহিদা মিটিয়ে বিদেশে কীটনাশক মুক্ত সবজি রপ্তানী করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com