মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:১০ অপরাহ্ন

জাকির নায়েককে ‘শান্তির দূত’ বললেন কংগ্রেস মহাসচিব

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৪০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব দিগি¦জয় সিং ডা. জাকির নায়েককে ফের ‘শান্তির দূত’ বলে অভিহিত করছেন। গত শুক্রবার দিগি¦জয় সিং পুণেতে সাংবাদিকদের বলেন, ‘জাকির নায়েক ইসলামের সঠিক অর্থ এবং উদ্দেশ্যকে প্রচার করছেন, যদিও বিজেপি সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে যুক্ত করে উপস্থাপন করছে।’ জাকির নায়েকের পক্ষে সাফাই দিয়ে দিগি¦জয় সিং বলেন, ‘যদি নায়েককে উত্তেজক বক্তব্য দেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয় তাহলে সাক্ষী মহারাজ, যোগী আদিত্যনাথ, সাধ্বী প্রাচির মতো বিজেপি নেতাদের বিরুদ্ধে মানুষের আবেগে উসকানি দেয়ার অভিযোগে পদক্ষেপ নেয়া হবে না কেন?’ দিগি¦জয় সিং বলেন, ‘২০১২ সালে শান্তি সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানো হলে আমি জাকির নায়েকের অনুষ্ঠানে গিয়েছিলাম। তার গোটা বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং কীভাবে ইসলাম সন্ত্রাসবাদের বিরোধিতা করে সেই বিষয়ের ভিত্তিতে ছিল। তিনি শান্তির বার্তা দিয়েছেন।’ দিগি¦জয় সিং বলেন, ‘ইসলামের সঠিক অর্থ এবং উদ্দেশ্য প্রচার করে ডা. জাকির নায়েক ‘শান্তির দূত’ হিসেবে কাজ করছেন, এবং বিজেপিই সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামকে যুক্ত করছে।’ দিগি¦জয় সিং বিট্টল মন্দির থেকে ফিরে দিল্লি রওয়ানা হওয়ার আগে পুণেতে সাংবাদিকদের বলেন, ‘যদি নায়েক এতই বিপজ্জনক হয়, তাহলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যিনি আগে গোয়েন্দা বিভাগের পরিচালক ছিলেন তিনি তার বক্তব্য সম্পর্কে জানতেন না কেন?’ তিনি আরো প্রশ্ন তুলে বলেন, ‘যদি জাকির নায়েক এতই বিপজ্জনক এবং তার বক্তব্য উত্তেজক হয়, তাতে সন্ত্রাসীদের উস্কানি থাকে তাহলে গত দুই বছর ধরে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার তার বিরুদ্ধে কোনো মামলা করেনি কেন, যখন তার সমস্ত বক্তব্য ইউটিউবে পাওয়া যায়?’ জাকির নায়েকের ‘পিস টিভি’ প্রসঙ্গে বলতে গিয়ে দিগি¦জয় সিং বলেন, যদি ‘পিস টিভি’ নিষিদ্ধ হয় তাহলে ‘সুদর্শন টিভি’ও বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, ‘এই সরকার হিন্দু এবং মুসলিমের মধ্যে বিবাদ খাড়া করতে চাচ্ছে। যদি জাকির নায়েক সন্ত্রাসবাদী হয় তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? কেন্দ্রীয় এবং রাজ্য সরকার তার বিরুদ্ধে মামলা করতে ভয় পাচ্ছে কেন?’ কংগ্রেসের সিনিয়র নেতা দিগি¦জয় সিং কয়েক বছর আগেও জাকির নায়েকের অনুষ্ঠানে গিয়ে তাকে ‘শান্তির দূত’ বলে অভিহিত করেছিলেন। এ নিয়ে প্রশ্ন উঠলে দিগি¦জয় সাফাই দিয়ে বলেন, জাকির নায়েকের সঙ্গে তার সম্পর্ক সেরকমই, যেরকম আর্ট অব লিভিং গুরু শ্রী শ্রী রবিশঙ্করের আছে। তিনি সেসময় বিজেপি’র সিনিয়র নেতা রাজনাথ সিংকে টার্গেট করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ‘জাকির নায়েকের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকায় আমার সমালোচনা করা হচ্ছে। কিন্তু রাজনাথ সিং কী কারণে বোমা বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরের সঙ্গে মিটিং করেছিলেন?’ তিনি আরো বলেন, ‘প্রজ্ঞা ঠাকুর তো বোমা বিস্ফোরণে অভিযুক্ত, কিন্তু জাকির নায়েকের বিরুদ্ধে কি এ পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে?’ দিগি¦জয় সিং বলেন, ‘শ্রী শ্রী রবিশঙ্করও তো জাকির নায়েকের সঙ্গে এক মঞ্চে ছিলেন, তাহলে তাকে কেন টার্গেট করা হচ্ছে না?’
প্রসঙ্গত, ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁওতে বহুল আলোচিত বোমা বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। বেশ কয়েক বছর ধরে কারাগারে রয়েছেন তিনি। গত ২৮ জুন মুম্বাইয়ের সেশন কোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দেয়।
সূত্র : বিডিটুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com