বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জগন্নাথপুর উপজেলার মেম্বারের বিরুদ্ধে যুবতীর শ্লীলহানির অভিযোগে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬
  • ৪৪৭ বা পড়া হয়েছে

’নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জগন্নাথপুর উপজেলার কামরাখাইর গ্রামের নবনির্বাচিত মেম্বার কর্তৃক যুবতীর শ্লীলহানির অভিযোগে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (চেয়ার ৫২/১৬)। মামলার বিবরণে জানা যায়, নির্যাতিতা নারী জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাইর গ্রামের বাসিন্দা নিরীহ সজিদ মিয়ার স্ত্রী শেফা বেগম (৩২)। প্রতিদিনের মত গত ৫জুলাই নিয়মিত রান্নার কাজ সেরে সন্তানদের নিয়ে বাড়িতে ছিলেন। তখন তার স্বামী মসজিদে নামাজে ছিলেন। সেই সুযোগে নব-নির্বাচিত মেম্বার মাহমুদ মিয়া এবং নজরুল ইসলাম মিলে শেফাকে বলে। তখন শেফা আপত্তি করলে শেফার উপর ক্ষুব্ধ হয়ে মনিরুল ইসলাম (৪২), মাহতাব উদ্দীন (৪৫), মিজানোর রহমান (২৬), আজিজুর মিয়া (২৮), এমরান (২৩), জয়নাল (২২), আনছার (২০) মিলে শেফার ঘরে আক্রমন চালায়। তখন ঘরে অবস্থানরত শেফার যুবতী মেয়ে (দশম শ্রেনীর ছাত্রী) তানিয়ার উপর লম্পঠ মাহমদ মিয়া শ্লীলহানিতা করার জন্য চেস্টা চালায়। শেফা এবং তানিয়ার বৃদ্ধা নানী লম্পট মাহমদ মিয়ার হাত থেকে বাচাঁতে গেলে তার সাথে থাকা তার বাহিনীর অপর সদস্যরা আক্রমন করে শেফা এবং তানিয়াকে দেশিও অশ্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। তাদের নবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মাহমুদ মিয়া মামলা উঠিয়ে আনার জন্য নিরিহ শেফার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। মাহমদ মিয়ার ভয়ে শেফা বেগম তার পরিবার নিয়ে আত্বগোপনে আছে।সরজমিনে জানা যায়, তাদের বিরোদ্ধে আরও কয়েকটি হাঙ্গা দাঙ্গামার মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com