বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গকতাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট গ্রহণের নির্ধারিত সময়ের আগেই ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন। তারা শতস্ফুর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ৪জন প্রার্থী হলেন মোশাহিদ আলী (ফুটবল) প্রাপ্ত ভোট ৪৩৩। জামাল চৌধুরী (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৪২৪। মিহির লাল রায় (আনারস) প্রাপ্ত ভোট ৩১৩। জসিম উদ্দিন (মটর সাইকেল) ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১০৮৬ ভোটের মধ্যে ৭১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম। তিনি নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার সন্তোষ প্রকাশ করেন। ৩০ জুনের মধ্যে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com