শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

শপথ নিলেন দশম সংসদের এমপিরা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০১৪
  • ৩৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ নির্বাচন অনুষ্ঠানের ৪ দিনের মধ্যে শপথ নিয়েছেন দশম জাতীয় সংসদের সংসদ সদস্যগণ। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রথম পর্যায়ে সকাল ১০টা ২০ মিনিটে শপথ নেন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যগণ দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। দ্বিতীয় পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে রওশন এরশাদের নেতৃত্বে জাপার নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। সব শেষে শপথ নেন জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, বিএনএফ এবং স্বতন্ত্র সংসদ সদস্যগণ। তবে ২৮৯ জনের শপথ নেয়ার কথা থাকলেও ৫ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নেননি। তারা হলেন- জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ, কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপন, ঢাকা-৯ আসনের সাবের হোসেন চৌধুরী, নারায়ণগঞ্জ-৫ আসনের জাপার নাসিম ওসমান ও চট্টগ্রাম-৮ আসনে জাসদের মঈনুদ্দিন খান বাদল। অবশ্য এইচএম এরশাদ টানা ২৭ দিন ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার এরশাদ শপথ নিবেন বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে।
শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে সকল সংসদ সদস্য শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।
গতকাল বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যগণের শপথ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয় আগের দিন দুপুরে। এর আগে নির্বাচন কমিশন নির্বাচিত এমপিদের নামে গেজেট প্রকাশ করে। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সকল সংসদ সদস্যের কাছে শপথ গ্রহণের জন্য চিঠি পাঠান। চিঠিতে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের উপস্থিত হয়ে এমপি হিসেবে শপথ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়।
শপথ অনুষ্ঠান শেষে স্পিকার জানান, নিয়মানুযায়ী বাকি সংসদ সদস্যরা শপথ গ্রহণের জন্য এক মাস সময় পাবেন। তিনি আরও বলেন, নির্দিষ্ট কারণ দেখিয়ে তাঁরা আরো সময় নিতে পারেন। কবে নাগাদ দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে জানতে চাইলে স্পিকার বলেন, সরকার গঠনের পর অধিবেশন বসবে। অধিবেশন বসার জন্য কমপক্ষে ১৫ দিন সময় নিয়ে নোটিস দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com