বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বিমানবন্দরে চাকুরি করে সুইপারও কোটিপতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০১৪
  • ৫৪৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বিমানবন্দরের চাকরিচ্যুত সুইপার মুহাম্মদ আলী এখন কয়েক কোটি টাকার মালিক। রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে রয়েছে তার বিলাসবহুল ৬ তলা বাড়ি। তার নামে-বেনামে রয়েছে আরও দুই কোটি টাকার সম্পদসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সোনারগাঁওয়ের হাজি আবদুল আওয়ালের ছেলে সুইপার মুহাম্মদ আলীসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে এ তথ্য পেয়েছে র‌্যাব। চক্রের অন্য সদস্যদেরও রাজধানীতে নামে-বেনামে বিলাসবহুল বাড়ি-গাড়ি ও কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া স্বর্ণ পাচার চক্রের পাঁচ সদস্য হলেনথ সিভিল এভিয়েশনের চাকরিচ্যুত সুইপার মুহাম্মদ আলী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার আবু জাফর, জুনিয়র সিকিউরিটি অফিসার কেএম কামরুল হাসান বিপু, ব্যবসায়ী হোসেন আসকর লাবু ও ভারতীয় নাগরিক আহম্মেদ জামিল ইরফান টুকি। গত ৩১ ডিসেম্বর রাতে বিমানের হংকং-ঢাকা ফ্লাইটে পাচার করার সময় ডাস্টবিন থেকে উদ্ধার করা ১৩৪০ ভরি স্বর্ণসহ তাদের ৫ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়। র‌্যাব সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দীর্ঘদিন ধরে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে স্বর্ণ পাচার চক্রের সদস্যরা। এ চক্রের সঙ্গে বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। বিমানবন্দরে চাকরির নাম করে একটি চক্র দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ পাচার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। স্বর্ণ পাচার চক্রের সদস্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুইপার আবু জাফর পটুয়াখালীর তিতকাটা গ্রামের হাজি আসমত আলী শিকদারের ছেলে। রাজধানীর শাজাহানপুরে আবু জাফরের কোটি টাকার ফ্ল্যাট বাড়ি রয়েছে। এ ছাড়া পটুয়াখালীর গ্রামের বাড়িতে রয়েছে ১৫ বিঘা ফসলি জমি। স্বর্ণ পাচার চক্রের অপর সদস্য বিমানের জুনিয়র সিকিউরিটি অফিসার পশ্চিম রামপুরার কেএম শাহাবুদ্দিনের (অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা) ছেলে কেএম কামরুল হাসানের রাজধানীর রামপুরায় আছে চারতলা একটি বাড়ি। চক্রের আরেক সদস্য খুলনার দৌলতপুরে কেডিএ নিউমার্কেট এলাকার এমএ রবের ছেলে হোসেন আসকর লাবু। তার রয়েছে রাজধানীর হাতিরপুলে মোতালেব প্লাজায় কোটি টাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান ও কেরানীগঞ্জ এলাকায় ৩ কাঠা জমি। রাজধানীর নিউ ইস্কাটন রোডে বসবাস করেন তিনি। চক্রের অন্য সদস্য ভারতীয় নাগরিক আহম্মেদ জামিল ইরফান টুকি। র‌্যাব কর্মকর্তারা জানান, ভারতের কলকাতায় ড. সুধীর বসু রোডের মৃত পীর মোহম্মদের ছেলে আহম্মেদ জামিল ইরফান টুকি। র‌্যাব সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানবন্দরে স্বর্ণ পাচার চক্রের ৫ সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করা হয়। এ ছাড়া চক্রের জড়িত অপর সদস্যদের আটকে র‌্যাবের গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক নিরাপত্তা (জিএম) মমিনুল ইসলাম সমকালকে বলেন, বিমানবন্দরে স্বর্ণ পাচারে জড়িত জুনিয়র সিকিউরিটি অফিসার কেএম কামরুল হাসান এবং সুইপার আবু জাফরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com