শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন আজ

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৪৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্র ও ৩৮০টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। তবে ৭নং নূরপুর ইউনিয়নকে ভেঙ্গে ব্রাহ্মনডোরা নামে নতুন আরেকটি ইউনিয়ন গঠন করায় ওই ইউনিয়ন দুটিতে নির্বাচন হচ্ছেনা। যে ৯টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে এর মধ্যে ৫১টি কেন্দ্র ঝুঁকিপূণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইতিমধ্যে নির্বাচন কমিশন ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫০জন, সংরক্ষিত আসনে ১০২জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, ১নং রিচি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, ২নং লোকড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক ফরহাদ আহমেদ আব্বাস, ৩নং তেঘরিয়া ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনু মিয়া, ৪নং পইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাহেব আলী, ৫নং গোপায়া ইউনিয়নে এপিপি আবুল কালাম, ৬নং রাজিউড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান বদরুল আলম দুলাল, ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে বুলবুল খান, ৯নং নিজামপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, ১০নং লস্করপুর ইউনিয়নে জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান হিরু। ৭নং নূরপুর ইউনিয়ণ দু’ভাগ হয়ে যাওয়ায় আপাতত নির্বাচন হচ্ছে না।
বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, ১নং লোকড়া ইউনিয়নে সদর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডঃ ইলিয়াছ আহমদ, ২নং রিচি ইউনিয়নে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ, ৩নং তেঘরিয়া ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এডঃ আফজল হোসেন, ৪নং পইল ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য আব্দুস সোবহান, ৫নং গোপায়া ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মন্নান, ৬নং রাজিউড়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম, ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানু, ৯নং নিজামপুর ইউনিয়নে উপজেলা বিএনপি সদস্য লেমন চৌধুরী, ১০নং লস্করপুর ইউনিয়নে অ্যাডঃ আব্দুল মোতালিব।
এছাড়া প্রতিটি ইউনিয়নেই আওয়ামীলীগ এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তবে দলীয় প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থীদের প্রতি ভোটারদের জোক অধিক পরিলক্ষিত হচ্ছে।
অপর একটি সূত্রে জানায়, ৪নং পইল ইউনিয়নে সৈয়দ মঈন উদ্দিন আরিফ ও ৫নং গোপায়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটন সুবিধাজনক অবস্থায় রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com