শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজ জেলার ৪ উপজেলায় ॥ ২৭ ইউনিয়নে ভোট ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬৭

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০১৬
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চার উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদে আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৫৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব ইউনিয়নে মোট ১ হাজার ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শুক্রবার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
৪টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্র ও ৩৮০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নুরপুর ইউনিয়নকে ভেঙ্গে ব্রাহ্মনডোরা নামে নতুন আরেকটি ইউনিয়ন গঠন করায় নুরপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছেনা। তবে যে ৯টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে এর মধ্যে ৫১টি কেন্দ্র ঝুঁকিপূণ। চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে ৪২৯ কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে ৭২টি কেন্দ্রে ২৯৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এছাড়া বানিয়াচংয়ে একটি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এটি হচ্ছে বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন। এখানে ৯টি কেন্দ্রে ৪১টি কক্ষ রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ১ হাজার ১২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com