মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ॥ বানিয়াচঙ্গে আ.লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে অর্থদন্ড

  • আপডেট টাইম শনিবার, ২৮ মে, ২০১৬
  • ৪৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় বানিয়াচং সদরের ৪নং ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দু’চেয়ারম্যান প্রার্থীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল ৪নং ইউনিয়নের নির্বাচনী এলাকায় সরেজমিন পরিদর্শন করে বিধি বর্হিভূতভাবে রঙ্গিন পোস্টার ও নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানারে রঙ্গিন পোস্টার সাটানোর অভিযোগে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেখাছ মিয়াকে ৫ হাজার টাকা ও একই রিক্সায় একের অধিক মাইক ব্যবহারের দায়ে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডঃ আব্দুল কাদিরকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন। এসময় বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির নিজে জরিমানার টাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে হস্তান্তর করেন। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেখাছ মিয়ার পক্ষে জরিমানার টাকা হস্তান্তর করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রায়হানুল হারুন সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, অতীতের নির্বাচনের ন্যায় ৪নং ইউনিয়ন পরিষদ এর নির্বাচনেও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com