মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

বাহুবলে লাখ টাকার দাবী পুরন না করায় আসামীকে পেটালো পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ফারুক মিয়া (৩৫) নামে এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বাহুবল থানার পুলিশ সদস্য। শনিবার ২১মে দিবাগত রাতে বাহুবল উপজেলার করেরগাও গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। আহত কৃষক ফারুক মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান-আহত ফারুক মিয়ার সঙ্গে তার বড় ভাই আউয়াল মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। বেশ কিছুদিন পূর্বে আউয়াল মিয়া বাদী হয়ে ভাই ফারুক মিয়ার বিরুদ্ধে বাহুবল থানায় মামলা দায়ের দেন। গত শনিবার মধ্য রাতে বাহুবল থানার সহকারী  এএসআই কফিল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে পথিমধ্যে নিয়ে ছেড়ে দেবে বলে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন ওই এএসআই। এসময় টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরদিন ফারুক মিয়াকে আদালতে হাজির করা হলে তার জামিন মঞ্জুর করেন আদালত। আহত ফারুক মিয়ার বড় ভাই আউয়াল মিয়া জানান, আমি পারিবারিক বিরোধের জের ধরে আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলাম। শনিবার রাতে পুলিশ আমার ভাইকে ঘর থেকে ধরে নিয়ে যায় এবং ছেড়ে দেবে বলে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় তাকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ব্যাপারে বাহুবল থানার ওসি মোল্লা মনির হোসেন জানান- গ্রেফতারী পরোয়ারা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। টাকা চাওয়ার বিষয়টি সঠিক নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com