শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

ইনাতগঞ্জ ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বজলুর রশীদের সমর্থনে ৫ গ্রামবাসী সভা

  • আপডেট টাইম রবিবার, ১ মে, ২০১৬
  • ৪০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, ন্যায় বিচারক, তরুণ প্রজন্মের অহংকার ও বিগত ইউপি নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি বজলুর রশীদের সমর্থনে গতকাল রাত ৮ ঘটিকায় কাকুড়া, করিমপুর, চানপুর ও পিরিজপুর সহ ৫ গ্রামবাসীর যৌথ উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন করিমপুর মার্কেটের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী হাজী সাজিদ উল্ল্যা। স্বপন রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন ক্বারী নুরুল ইসলাম, খুর্শেদ আলম, মাওলানা আব্দুল হক, বকুল দেবনাথ, ইউসুফ মিয়া, ডাঃ আব্দুর রহিম, আমিন মিয়া, বশীর আহমদ শায়েন, হাজী আখলুদ মিয়া, বজলুর রশীদের বড় বোন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী জ্যোৎস্না ইসলাম ও চেয়ারম্যান প্রার্থী বজলুর রশীদ। চেয়ারম্যান প্রার্থী বজলুর রশীদ তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের বার্ষিক বাজেট ও আয়-ব্যয়ের সমস্ত হিসাব ইউনিয়নের সর্বসাধারণের সামনে সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করব। আমি প্রতিশ্র“তিতে বিশ্বাস না করে কাজে বিশ্বাস করি। আমি বিগত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হওয়ার পরদিন থেকে প্রতিটি দিন আপনাদের পাশে ছিলাম এবং চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই সবসময় আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। আমি সারা জীবন আপনাদের সেবা করেই কাটাতে চাই। এডভোকেট জ্যোৎন্সা ইসলাম বক্তব্যে বলেন সৎ, দক্ষ যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত না করলে ইউনিয়নের সাধারণ মানুষ ন্যায় বিচার ও উন্নয়ন বঞ্চিত হয়। যা বিগত সময়ে আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তাই ইনাতগঞ্জ ইউনিয়নকে একটি আদর্শ ও কল্যাণ মুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বজলুর রশীদের বিকল্প নেই। নির্বাচনী সভাটি একপর্যায়ে বিশাল জনসভায় রূপ নেয়। আশেপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন মিছিল নিয়ে এসে সভাকে জনসমূদ্রে পরিণত করে। উপস্থিত জনতা তুমুল করতালি ও হাত নেড়ে বজলুর রশীদের প্রতি অকুন্ঠ সমর্থন প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com