শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে আ.লীগের মুকুল-আতাউর আউট ॥ গোলাপ, ইজাজুর ইন বিএনপির বজলু-আবুল আউট, আশিক-জালাল ইন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনোনীত আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী তালিকায় একাধিক পরিবর্তন হয়েছে। অনেক জল্পনা কল্পনা ও নাটকীয়তা শেষে ১১নং গজনাইপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন লাভ করেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের গোলাপ। বাদ পড়েন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল। গতকাল বিকালে ঢাকা থেকে ফেরার পথে চেয়ারম্যান গোলাপকে বিশাল মটর শোভাযাত্রাসহ বরণ করে নেয় কয়েক হাজার জনতা। পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমানকে স্থানীয় পর্যায়ে মনোনয়ন দেয়া হয়নি। দৌড়ঝাপ শেষে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আতাউর রহমানকে বাদ দিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ তার মনোনয়ন চুড়ান্ত করে। একই পথ অনুসরন করে বিএনপি। ২নং পূর্ব বড়ভাকৈড় ইউনিয়নে বজলুর রহমানে পরিবর্তে সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান এবং ১০ নং দেবপাড়া ইউনিয়নে আবুল হোসেনের পরিবর্তে এডভোকেট জালাল আহমদকে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে মনোনীত ১১নং গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম বজলু এবং ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমানের চুড়ান্ত মনোনয়ন নিয়ে গুঞ্জন রয়েছে। রাজনৈতিক সূত্র জানায়, উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামীলীগ মোট ৫৬জন প্রার্থী নিকট মনোনয়ন ফরম বিক্রয় করে। প্রথমধাপে ৬টি এবং দ্বিতীয়ধাপে ৭টি ইউনিয়নে দলীয় মনোনয়ন চুড়ান্ত করে কেন্দ্রীয় আওয়ামীলীগ। কেন্দ্রীয়ভাবে বিএনপির তরফ থেকে এখনো প্রার্থী তালিকা চুড়ান্ত হয়নি। কয়েকটি ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থীর পরিবর্তন নিয়ে গুঞ্জন রয়েছে। এরই মধ্যে একজনের মনোনয়ন পরিবর্তন হয়েছে। এছাড়াও ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে প্রাথমিক ভাবে মনোনীত আকিকুর রহমানের পরিবর্তে নবীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ নাজমুল ইসলামের নাম ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। ১১নং গজনাইপুর ইউনিয়নে শফিউল আলম বজলুর পরিবর্তে বর্তমান ইউপি সদস্য মোস্তাকিম আলীর নাম বিবেচনায় নিয়েছে কেন্দ্রীয় বিএনপি। কেন্দ্রীয়ভাবে আওয়ামীলীগের মনোনীতরা হলেন, ১নং বড় ভাকৈড় পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, ২নং পূর্ব বড় ভাকৈড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মেহের আলী মহালদার, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জামাল হোসেন, ৪নং দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ৬নং কুর্শি ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ মুছা, ৭নং করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আ্ওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাস রানা, ৮নং সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯নং বাউশা ইউনিয়নে সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু সিদ্দিক ১০ নং দেবপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি আবদুল মুহিত চৌধুরী, ১১নং গজনাইপুর ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী ও ১৩ নং পানিউমদা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান। আওয়ামীলীগের তরফ থেকে প্রার্থীতা চুড়ান্ত হলেও বিশৃঙ্খলায় রয়েছে বিএনপি। দলীয় প্রতীক নিয়ে (নৌকা ও ধানের শীষ) নির্বাচনী যুদ্ধে মুখোমুখী আওয়ামীলীগ ও বিএনপির তৃণমূল নেতাকর্মী। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে-২ লাখ ১৬ হাজার ৯৫৭। ২৮ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com