বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচং পিআইও’র অফিস ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ॥ ইউএনও’র স্বাক্ষর ছাড়া ২ কোটি ৭২ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন ॥ ফাইল সিলগালা

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ৬৮৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্লাবন পাল এর লাগামহীন অনিয়ম-দুর্নীতির ফলে বানিয়াচং পিআইও অফিস ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মেসার্স ইসলাম ট্রেডিং করপোরেশনের প্রোপাইটর মোজাহিদুল ইসলাম ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম এর কাছে পিআইও’র বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। ৩নং ইউনিয়নের পাড়াগাও পাকা রাস্তার দক্ষিণে জামে মসজিদের উত্তরের খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬শ ৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্পের কার্যাদেশ মেয়াদোর্ত্তীর্ণ লাইসেন্সের মাধ্যমে ইউএনওকে পাশ কাটিয়ে দেয়ার লিখিত অভিযোগ পেয়ে পিআইওকে জিজ্ঞাসা করলে তিনি ইউএনওকে বলেন, আপনি আমার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নন। তাই আপনার কাছে জবাবদিহি করতে বাধ্য নই। এমন কথা বলে অফিস চলাকালীন সময়ের মধ্যে পিআইও কর্মস্থল ছেড়ে হবিগঞ্জ চলে যান। পরে ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম পিআইও অফিসের স্টাফদের মাধ্যমে ফাইলপত্র এনে যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়ে এসব ফাইলপত্র সিলগালা করেন। সম্প্রতি ইউএনও নির্বাচনী কাজে ব্যস্ত থাকার সুবাদে তাকে পাশ কাটিয়ে তার অনুমোদন ছাড়া পিআইও মেসার্স আব্দুল আলী ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে কার্যাদেশ প্রদান করেন। সম্প্রতি উপজেলার ৯টি কালভার্ট সেতু নির্মাণ প্রকল্পের মধ্যে অনুরূপ ২টি প্রকল্পের কার্যাদেশ ইউএনও’র অনুমোদন ছাড়াই পিআইও প্রদান করেন। এছাড়া আরো ৫টি প্রকল্পের কার্যাদেশ অনুরূপভাবে পিআইও দেয়ার জন্য ফাইল প্রস্তুত করে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। ইউএনও’র স্বাক্ষর ছাড়া স্বেচ্ছাচারিতার মাধ্যমে পিআইও’র অনুমোদনকৃত প্রকল্প গুলো হচ্ছে বানিয়াচং-নবীগঞ্জ রাস্তা হতে চানপুর গ্রামের ঈদগাহ পর্যন্ত রাস্তায় সিদ্ধির খালের উপর ২৫ লাখ ৭৪ হাজার ৭২২ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প, কবিরপুর থেকে মিঠাপুর গ্রামে যাওয়ার রাস্তায় খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প, সেনপাড়া হতে আমীরখানী কালিবাড়ির নিকট সুনারু খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প, বানিয়াচং-হবিগঞ্জ ডিসি রোড থেকে ভবানীপুর হয়ে নতুন নোয়াগাও যাওয়ার রাস্তায় চুঙ্গিরভাঙ্গা খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প, বানিয়াচং-হবিগঞ্জ রাস্তা হতে ভাটিপাড়া যাওয়ার রাস্তায় ভাটিপাড়া খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প, ৫/৬নং বাজারের পশ্চিম পার্শ্বে সুনারু খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প, ৩নং ইউনিয়নের পাড়াগাও পাকা রাস্তার দক্ষিণে জামে মসজিদের উত্তরের খালের উপর ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্য সেতু নির্মাণ প্রকল্প, হবিগঞ্জ-সুজাতপুর রাস্তা হতে নোয়াবাদ গ্রামে যাওয়ার পথে খালের উপর ২৫ লাখ ৭৪ হাজার ৭২২ টাকা ব্যয়ে ৩২ ফুট সেতু নির্মাণ প্রকল্প, শরীফখানী হতে বিএসডি মহিলা মাদ্রাসায় যাওয়ার রাস্তায় সুনারু খালের উপর ২৫ লাখ ৭৪ হাজার ৭২২ টাকা ব্যয়ে ৩২ ফুট সেতু নির্মাণ প্রকল্প। এ ব্যাপারে বানিয়াচংয়ের বিশিষ্ট ঠিকাদার ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাহমুদ বিশ্বাস জানান, পিআইও প্লাবন পাল বানিয়াচংয়ে যোগদানের পর থেকে বানিয়াচং পিআইও অফিস ঘুষ-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ঘুষ ছাড়া কোন ফাইলে পিআইও প্লাবন পালের স্বাক্ষর আদায় করা যায় না। তিনি আরো বলেন, দেড়/দুই লাখ টাকা ঘুষের বিনিময়ে কোন কোন অসাধু ঠিকাদার অবৈধ প্রক্রিয়ায় কার্যাদেশ নিতে পারে এবং কাজে অনিয়ম করে বিল উত্তোলন করতে পারে। সদ্য সম্পন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র ৫নং ওয়াডের্র মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোঃ জুনেদ মিয়া সরাসরি ইউএনও’র কাছে অভিযোগ করে জানান, মাষ্টাররোলের কর্মচারী হরেকৃষ্ণ নাগ যাদুর মাধ্যমে পিআইও প্লাবন পাল সব ধরণের অনিয়ম-জালজালিয়াতি করে থাকেন। তিনি পিআইও প্লাবন পালের দৃষ্টান্তমূলক শাস্তিসহ যাদুকে পিআইও অফিসে কাজ করার সুযোগ না দেয়ার দাবীও জানান। উল্লেখ্য, প্লাবন পালকে ঘুষ-দূর্নীতির দায়ে পূর্বের কর্মস্থল সিলেট এর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে বানিয়াচং উপজেলায় শাস্তিমূলক বদলী করা হলেও তিনি সংশোধনের পরিবর্তে আরো বেপরোয়া হয়ে ব্যাপকভাবে জমজমাট ঘুষ-দূর্নীতির কাজে লিপ্ত রয়েছেন। এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ শরীফুল ইসলাম এর মতামত জানতে চাইলে তিনি পিআইও প্লাবন পালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ এর প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানান। এ ব্যাপারে মুঠোফোনে পিআইও প্লাবন পালের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com