শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জে প্রথম হিন্দু দম্পতিদের বিবাহ নিবন্ধন শুরু

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ৮৬২ বা পড়া হয়েছে
SAMSUNG CSC

স্টাফ রিপোটার ॥ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, নারী উন্নয়নের জন্য হিন্দু বিবাহের রেজিষ্ট্রেশনের অগ্রযাত্রা চলতে থাকবে। মেয়েরা এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তাদেরকে সচেতন করে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এ রেজিষ্ট্রেশনের মাধ্যমে হিন্দু পরিবারের মেয়েরা উপকৃত হবে এবং প্রশাসনিক ভাবে সহযোগীতার সুযোগ পাওয়া যাবে। একটি স্বার্থান্বেষী মহল হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন মেনে নিবে না, তাদেরকে প্রতিহতের মাধ্যমে এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। তিনি গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন উদ্বুদ্ধকরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে ও সাধারন সাধারন সম্পাদক শামছুন্নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব আব্দুর রউফ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, উপজেলা নির্বাহী কর্মকতা আশফাকুল হক চৌধুরী। সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জে এই প্রথম হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন আইন ২০১২ এর আওতায় অনুষ্ঠানে জেলা প্রশাসকের সম্মুখে হিন্দু দম্পতিদের মধ্যে নিবন্ধন করেন, সিভিল সার্জন ডাঃ দেব পদ রায় ও এডঃ শিল্পী দেব দম্পতি, বিশিষ্ট আইনজীবি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এসিল্যান্ড অমিতাভ পরাগ তালুকদার, এডঃ মুরালী ধর দাস, এডঃ রনধীর দাস চৌধুরী, নির্মল পাল ও কাউন্সিলর অর্পনা বালা পাল দম্পতি, স্বপন নাগ ও নীলা নাগ দম্পতি, বিশিষ্ট ব্যবসায়ী প্রনব পাল, রাখাল দাস, উত্তম রায় প্রমূখ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর অর্পনা বালা পাল, কবি অপু চৌধুরী, মহিলা মেম্বার রোকেয়া আক্তারসহ ১০টি ইউনিয়নের নির্বাচিত মহিলা মেম্বারগণ। এছাড়াও ইতিমধ্যে হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা বান্দরবনের জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক বিবাহ নিবন্ধন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com