সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

সুজাতপুর ইউনিয়ন নির্বাচন সবকটি কেন্দ্রই ঝুকিপুর্ণ

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৩ এপ্রিল বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতোমধ্যে ওই উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা পুরোদমে চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচারনা। প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সভা-সমাবেশসহ ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। তবে বাঁধ সেজেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সাধারণ ভোটাররা রয়েছেন চরম আতংকে নিরাপত্তা ঝুকিতে। ইউনিয়নের ৯টি কেন্দ্রের সব ক’টিই রয়েছে নিরাপত্তা ঝুকিতে। এরমধ্যে অতিঝুকিতে রয়েছে ১নং ওয়ার্ডের ইকরাম নজাবতিয়া মাদ্রাসা, ২নং ওয়ার্ডের ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ড ইকরাম হাজী আব্দুল মালেক ফুরকানিয়া মাদ্রাসা, ৪নং ওয়ার্ড করতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫নং ওয়ার্ড নোয়াবাদ-চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ড শতমূখা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ড সুজাতপুর মিরেরহাটী মক্তব। উল্লেখিত কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুকিতে রয়েছে ৭নং ওয়ার্ডের শতমূখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি। এছাড়াও ১, ২, ৩ ও ৯নং ওয়ার্ডের কেন্দ্র গুলোও অধিক ঝুকির মধ্যে রয়েছে বলে জানান একাধিক প্রার্থী ও সাধরণ ভোটারগণ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটররা অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ড শতমূখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক প্রার্থী ও তাদের সমর্থকরা আমাদেরকে প্রকাশ্যে টেবিলে ভোট প্রদানের জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচেছন। তারা বলেন, প্রকাশ্যে ভোট প্রদান করা না হলে ভোট কেন্দ্রেই আমাদের উপর হামলা হতে পারে। এমনকি আমাদের বাড়ি-ঘরে হামলা ভাংচুরসহ বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে ওইসব কর্মী সমর্থকরা। এমতাবস্থায় সাধারণ ভোটারদের দাবী ওই কেন্দ্র ও এর আশপাশে অন্তত একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা সার্বক্ষনিক অবস্থান করে ভোটারদের নির্বিগ্নে ভোট প্রদানের নিশ্চয়তা দেয়া। এতে করে একদিকে যেমন সাধারণ ভোটাররা নির্বিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন অন্যদিকে জানমালের নিরাপত্তাও নিশ্চিত হবে। তাই তারা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানান। অপর দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রবীর কুমার চক্রবর্তী লিটন জানান, আমার ইউনিয়নের ইকরাম গ্রামের ৩টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রই বর্তমানে চরম নিরাপত্তা ঝুকির মধ্যে রয়েছে। আরেক চেয়ারম্যান প্রার্থী মোঃ হেলাল মিয়া তিনিও জানান, তার এলাকা ইকরাম গ্রামের প্রতিটি কেন্দ্রই ঝুকিতে রয়েছে। এখানে ভোট কারচুপি, জাল ভোট ও জোরপুর্বক প্রদান করা হতে পারে। একই ভাবে ইউনিয়নের শতমূখা সরকারী প্রাথমিক বিদ্যালয়েও জোরপুর্বক ভোট কেড়ে নেয়াসহ ভোটারদের প্রকাশ্যে ভোটদানে বাধ্য করা হতে পারে বলেও জানান তিনি। ওই প্রার্থীগণ বলেন, এক প্রার্থীর সমর্থকরা বিভিন্নভাবে নিরীহ ভোটারদের হুমকি দিচ্ছে। ইতোমধ্যে ঝুকিপুর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে আমরা কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। তাই আমাদের দাবী উল্লেখিত কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক ম্যাজিষ্ট্রেটসহ বিপুল পরিমান র‌্যাব, পুলিশ ও বিজিবির অবস্থান নিশ্চিত করা এবং গণমাধ্যমের কর্মীদের উপস্থিতি কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com