শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ॥ নবীগঞ্জের ১৩ ইউপিতে আ.লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

  • আপডেট টাইম শনিবার, ৯ এপ্রিল, ২০১৬
  • ৪১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের তালিকার কাজ প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে ৬ ইউনিয়নে একক প্রার্থী তালিকা দলীয় প্রধান কেন্দ্রে প্রেরণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীল নেতা  সমর চন্দ্র দাশ, ২নং বড় ভাকৈড় (পূর্ব) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়মীলীগ নেতা মেহের আলী মহালদার, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জামাল হোসেন, ৪নং দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, ৬নং কুর্শি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আলী আহমদ মুছা, ৭নং করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা, ৮নং সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯নং বাউশা ইউনিয়নে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক। ১০নং দেবপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মুহিত চৌধুরী, ১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক চৌধুরী, ১৩নং পানিউমদা ইউনিয়নে আতাউর রহমান। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯৫৭। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশের বিরাজ হয়েছে। উল্লেখ্য আগামী ২ মে এবং ২৮শে মে দুই দফায় নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com