সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ১২:২৮ অপরাহ্ন

নবীগঞ্জের পূর্ব বড়ভাকৈর গ্রামবাসীর বাঁশের সাকোই যাতায়তের ভরসা

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বড় ভাকৈর গ্রাম থেকে কাজীর বাজার চলাচলের একমাত্র রাস্তা। ওই রাস্তার শেষ প্রান্তে বড় ভাকৈর গ্রামের নিকট বড় ধুলিয়া বিলের উপর ব্রীজ না থাকায় ওই গ্রামটি পার্শ্ববর্তী কাজীর বাজার থেকে বিছিন্ন হয়ে আছে। বাঁশের সাকো দিয়ে নদী পারাপার হচ্ছে লোজন। যুগ পরিবর্তন হলেও কাজীর বাজার বড় ভাকৈর ব্রীজের প্রয়োজন কেউ মনে করেনি। রাত পোহালে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী সহ, ব্যবসায়ী, চাকুরীজীবী কৃষকগণদের একমাত্র যাতায়াতের ওই বাঁশের সাকো দিয়েই চলাচল করতে হচ্ছে। নির্বাচন এলে জন প্রতিনিধিরা আশার বানী শুনিয়ে ভোট ভাগিয়ে নেন। নির্বাচন শেষে ব্রীজ তৈরীতো দুরের কথা আর চোখের দেখাই মেলেনা তাদের।
ইউপি সদস্য, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপকালে তারা জানান, একমাত্র এই ব্রীজটির জন্য আমরা উপজেলার মধ্যে অবহেলিত হয়ে আছি। বিভিন্ন সময় সরকারের বিভিন্ন সেক্টরে ধরনা দিলেও আজ অবদি কোন কাজ হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com