শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

নবীগঞ্জে কলেজ পড়ুয়া সুমনা হিজড়া’র জীবন কাহিনী

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২৪৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ \ সারা দেশে তৃতীয় লিঙ্গ হিজড়াদের নিয়ে অনেক হৈচৈ শুনা যায়। বর্তমান সরকার ২০১৩ সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে নীতিমালা অনুমোদন করলেও নির্বাচন কমিশন হিজড়াদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি। এ নিয়ে সরকার ও ইসির পক্ষ থেকে আলাদা আলাদা বক্তব্য আসছে। চলমান ভোটার তারিকায়ও তাদের জন্য তৃতীয় লিঙ্গের সুযোগ রাখা হয়নি। তারা এখনও ছেলে বা মেয়ের পরিচয়ে ভোটার হচ্ছে।
একটি সুত্রে জানাগেছে, আগামীতে হয়ত জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে নির্ধারিত ফরমে নারী, পুরুষের পাশাপাশি হিজড়া লিঙ্গ পরিচয় অর্ন্তভুক্ত করা হতে পারে। দেশে প্রায় ১০ হাজারেরও বেশী হিজড়া রয়েছে। এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় হবে প্রায় অর্ধ শতাধিকের উপরে। প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হয়ে আসছে। সুত্রে জানা যায়, ক্রোমোজম বা হরমনে ক্রুটি অথবা মানসিক কারনে কারো লিঙ্গ পরিচয় নির্ধারনে জটিলতা দেখা দিলে বা দৈহিক লিঙ্গ পরিচয়ের সঙ্গে আচরণগত মিল না থাকলে তাদের সনাক্ত করা হয় হিজড়া হিসাবে। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এ ধরনের ব্যক্তিদের “নিচু” দৃষ্টিতে দেখা হয় বলে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র- সব জায়গাতেই তাদের হতে হয় নিগৃহীত, অধিকার বঞ্চিত। এই বঞ্চিত হিজড়াদের মধ্যে নবীগঞ্জের একজনের নাম সুমনা হিজড়া। পুর্বের নাম ছিল আকাশ আহমদ। উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামে এক হতদরিদ্র পরিবারে জন্ম তার। ভাই নাই, দু’ বোনের মধ্যে সে দ্বিতীয়। স্কুল জীবন শেষ করে সে বর্তমানে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত। ১০ বছর বয়সে সে যখন বুঝতে পারলো তার দৈহিক লিঙ্গ পরিচয়ের সঙ্গে আচরণগত মিল (পুরুষাঙ্গ লিঙ্গ) এর মধ্যে সতেজতা) নেই। তখন থেকেই তার ভাবনার শেষ নেই। কোমলমতি বয়সে এমনটাই থাকে। এই ভেবে ধৈর্য্য করে অপেক্ষা করতে তাকে যৌবন ফিরে আসতে পারে এই আশায়। বয়স বাড়লেও তার কোন পরিবর্তন দেখতে পায়নি। এক সময় ভাবে বিষয়টি তার মা-বাবাকে জানাবে। লাজ লজ্জার ভয়ে বলতে সাহস পায়নি। এরই মধ্যে দেখা হয় নবীগঞ্জের শিখা হিজড়া’র সাথে। অনেক ভাব জমে তার। মন খোলে কথা বলে তার যৌবন নিয়ে। শিখার মাধ্যমেই প্রথম বুঝতে পারে সে হিজড়া। তৃতীয় লিঙ্গের অধিকারী আকাশ আহমদ হয়ে গেল সুমনা হিজড়া। কলেজের হাজিরা খাতায়ও তার নাম সুমনা হিজড়া। সহপার্টিরা প্রথম দিকে তার চালচলনে, কথা-বার্তায় মেয়েলী কন্ঠ দেখে হাসি টাঠ্রা করতো। কিছু দিন পর আর করেনা। সুমনা হিজড়া লেখাপড়ার পাশাপাশি শহরের অন্যান্য হিজড়াদের সাথে জমিয়ে আড্ডা দেয়। আমোদ পুর্তি করে। বিনিময়ে পায় কিছু টাকা। ওই টাকা দিয়ে তার লেখা পড়া, শখ, আহলাদ এবং পরিবারের লোকজনের মূখে এক মুটো আহার তোলে দিয়ে জীবন যুদ্ধ শুরু করে। এ ব্যবসায় তেমন আয় রোজি নাই। মাঝে মধ্যে ২/৩ শত টাকা পেয়ে থাকে। অনেকেই তিরস্কার করে বিতারিত করে। সাহায্য চাইলেও করতে চায়না। করলেও বিনিময়ে তার ভোগ করতে চায়। নিরূপায় হয়ে এই পথ বেচেঁ নিতে হয়। এভাবেই চলে হিজড়াদের দূর্বিষ জীবন যাপন। মা-বাবা, ভাই-বোনসহ আপনজনদের ছেড়ে এসে তাদেরকে এ পথে হাটঁতে হচ্ছে। তাদের জীবনের করুন কাহিনী শুনলে রূপ কথার গল্প মনে হয়, এমন ধারনা সাধারণ মানুষের। বিষয়টি নিয়ে একান্তে আলাপ চারিতায় কথা হয় নবীগঞ্জ ডিগ্রী কলেজে অধ্যায়নরত হিজড়া সুমনা’র সাথে। আবেগ আপ্লুত হয়ে সে জানায়, সেও আর দশজন মানুষের মতো এই পৃথিবীতে মায়ের পেটে জন্ম গ্রহন করে ছিলো। জীবনের অনেক স্বাদ আহলাদ ও স্বপ্ন ছিল। বিয়ে করবে, সংসারি হবে। সন্তানের বাবা হবে। তার এই স্বপ্ন ভেস্তে গেছে। জন্মের ১০ বছর পরই সে বুঝতে পারে তার পুরুষাঙ্গ (লীঙ্গ) অকেজো। জীবন-যৌবনের স্বাদ পুড়িয়ে গেছে। এরপরও ধারনা ছিল বয়স বাড়ার সাথে সাথে হয়তোবা পুরুষাঙ্গে সতেজ আসতে পারে। ফিরে পেতে পারে তার পূর্ণ যৌবন। ক্রমাগতভাবে দিন অতিবাহিত হলেও অকেজো পুরুষাঙ্গের পূর্ণতা ফিরে আসেনি। ইতিমধ্যে স্কুল জীবন শেষ করে নবীগঞ্জ ডিগ্রী কলেজে ভর্তি হয়। পাশাপাশি বাধ্য হয়ে হিজড়াদের দলে নাম লেখায়। তার গুরু শিখা হিজড়া। পর্যায়ক্রমে লেখা পড়ার পাশাপাশি হিজড়াদের সাথে একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটাছুটি করে। মানুষের দ্বারে দ্বারে হাত পেতে সাহায্য নেয়। তা দিয়ে লেখাপড়া, নিজের খাওয়া-থাকা এবং অসহায় মা-বাবা’র মূখে দু’মুটো আহার তোলে দেয় সুমনা হিজড়া।
সে জানায়, কখনও ভাবতে পারেনি তার জীবনটি হিজড়াদের খাতায় গাথাঁ হবে। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে লেখা পড়া করে মানুষের মতো মানুষ হয়ে সংসারের দায়িত্ব নেবে। বিয়ে করে সংসারী হবে, সন্তানের পিতা হয়ে পিত্রৃত্বের স্বাদ গ্রহন করবে। কিন্তু বিদি বাম সৃষ্টি কর্তা কেন যেন এমন করে তৈরী করলেন তা বুঝতে পারেনি। এ জন্য সে সৃষ্টি কর্তাকেও দায়ি করছে না। তার ভাবনা এটা ভাগ্যের খেলা। ফলে এই জীবনকেই স্বর্গ মনে করে মেনে নিয়েছে সুমনা হিজড়া। বর্তমানে সে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। মা-বাবা’র দেয়া নাম ছিল আকাশ মিয়া। যৌবন জীবন হারিয়ে আকাশ আহমদ থেকে এখন সুমনা হিজড়া নাম ধারন করে। কাজীর বাজার এলাকার বাগাউড়া গ্রামে দরিদ্র পরিবারে জন্ম তার। দু’বোনের মধ্যে সে দ্বিতীয়। বড় বোন বিয়ে করে সংসার জীবনে সুখে রয়েছে। শুধু ভাঙ্গলো তার কপাল। ভাঙ্গা কপাল জোড়া লাগার স্বপ্ন আর নাই তার। এখন গভীর রাত পর্যন্ত তার গুরুদের সাথে কখনও একা একা শহরে ঘুরে বেড়ায়। অনেক ছেলে বন্ধু রয়েছে তার। সুমনা জানায়, তার রূপ দেখে জনৈক এক যুবক বিয়ে করে তাকে। কিছু দিন সংসারও করে তাকে নিয়ে। হিজড়া ঘিরি করে যা আয় হয়েছিল তার সিংহভাগ খরচ করে স্বামীর পিছনে। সেও আজ ফাকিঁ দিয়ে চলে গেছে প্রবাস জীবনে। সঙ্গী হারা সুমনা হিজড়া জীবনটি এভাবেই আষ্ঠেপৃষ্ঠে বাধা। কেউ একটি চাকুরীও দিতে চায়না তাকে। একমুটো ভাতের জন্য উঠতি বয়সের ছেলে-যুবকদের মনোরঞ্জন করেই দু’ টাকা খামাই করতে হয় এখন তার। তাইতো গভীর রাত পর্যন্ত শহরে ঘুরাঘুরি। আগে পেন্ট শার্ট পড়তো। এখন তাও ছেড়ে দিয়ে জামা পড়ে। মাথায় লম্বা চুল, ঠোকে লাল লিপিষ্টিক ও হাতে চুড়ি পড়া তার নিত্তনৈমিত্তিক ব্যাপার। এসব পোষাকে তোমার খারাপ লাগে না? প্রশ্ন করলে জানায়, পোষাক পাল্টালে কেউ এক টাকাও দেবে না, আর পুর্তি না করলে উপোস থাকতে হবে। সরকারী কোন ভাল চাকুরী ফেলে স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে সম্মতি রয়েছে সুমনা হিজড়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com