মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

নবীগঞ্জের ছোটনের উদ্যোগে সিলেট বিভাগীয় লেখক মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ লেখক ও কমিউনিটি নেতা নবীগঞ্জ রতœ আবুল কালাম আজাদ ছোটন ও বিবিয়ানা সাহিত্য পরিষদ সিলেট বিভাগীয় লেখক মিলন মেলার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সাহিত্যের পৃষ্ঠ পোষকতায় এ প্রবাসী লেখকের মত অন্যান্য প্রবাসীদেরও এগিয়ে আসা উচিত। গত ২৯ জানুয়ারী শুক্রবার বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জের উদ্যোগে সিলেট নগরীর শাপলাবাগস্থ আজাদ ভিলায় অনুষ্ঠিত সিলেট বিভাগীয় লেখক মিলন মেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বরেণ্য শিক্ষাবীদ অধ্যক্ষ কবি কালাম আজাদ।
প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট কবি ও শিক্ষাবীদ লেঃ কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ বলেন- দেশের এই ক্রান্তিলগ্নে সাহিত্যিকদের কলমযোদ্ধে সৎসাহসিকতার পরিচয় দিতে হবে। সাহিত্যিকদের কলমের দ্বারা শুধু মানুষের মন জয়ই নয়, অসুরদের দমন করাও সম্ভব। প্রবাসী লেখক নবীগঞ্জ রতœ আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পোয়েট্সক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কবি মুস্তাফিজুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, কবি দেলোয়ার পরিষদের সহ-সভাপতি কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিশ্ব বাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, মুক্তিযোদ্ধা সাংবাদিক মৃণাল চৌধুরী, কবি বেলাল আহমদ চৌধুরী, কবি এডঃ কামাল তৈয়ব, কবি বাছিত ইবনে হাবিব, এডঃ কবি আব্দুল মুকিত অপি, এডঃ আব্দুল মালিক, প্রাচীন জৈন্তা ইতিহাস ঐতিহ্য গবেষণা পরিষদের সভাপতি মোহাম্মদ মোশতাক চৌধুরী, ইউকে বাংলা টিভি’র অনুষ্ঠান প্রযোজক গীতি কবি জাহাঙ্গীর রানা, সুলতান অব সিলেটের কর্ণধার নজরুল হক রানা শেখ, যুক্তরাজ্য প্রবাসী শেখ শামীম আহমদ ও মোঃ আব্দুর রকিব। বিবিয়ানা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও গবেষক এম শহিদুজ্জামান চৌধুরী ও কবি কামাল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন জেলা উপজেলার পক্ষ থেকে অভিব্যক্তি প্রকাশ করেন পোয়েট্সক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি নিলুফা ইসলাম নিলু, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালিক চৌধুরী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, মাসিক নবীগঞ্জ দর্পণের প্রধান সম্পাদক এম গৌছুজ্জামান চৌধুরী, দৈনিক বিবিয়ানা পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি  কাজী হাসান আলী, নবীগঞ্জ লেখক পরিষদের সম্পাদক ইব্রাহীম ইউসুফ, মামুন সুলতান, ছিদ্দিক আহমদ, কবি ও গল্পকার রেনুফা রাখি, অনলাইন ইউরো বাংলা সম্পাদক এম এ আহমদ আজাদ, মাসিক প্রতিভাত সম্পাদক কবি এম. আলী হোসাইন, প্রতিভাত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সুবাস সাহিত্য পরিষদের সভাপতি কবি সৈয়দ আছলাম হোসেন, প্রতিভাত সাহিত্য পরিষদের সাহিত্য সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, মাদক বিরোধী সংগঠক ও লেখক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, পিঁপড়া সম্পাদক কবি ও গল্পকার মিনহাজ ফয়সল, শিশু সাংবাদিক মোস্তাফিজুর রহমান, দৈনিক যায়যায় দিন নবীগঞ্জ প্রতিনিধি আলমগীর মিয়া, সাংবাদিক শফিকুর রহমান শফিক, কসবা নিউজ সম্পাদক বদরুল আলম চৌধুরী, ইনাতগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার আহমদ আবুল কালাম, সাপ্তাহিক মুক্ত ধারার সম্পাদক প্রভাষক সৈয়দ আয়াশ মিয়া, জগন্নাথপুর থেকে আগত গবেষক আবু সাঈদ মোঃ ওয়াজেদ (লেবু মাস্টার), নবীগঞ্জ থেকে আগত গবেষক আফতাব আল মাহমুদ, কবি আব্দুল কাদির জীবন ও শাহিন শাহ লিমন প্রমূখ। উলে­খ্য, অনুষ্ঠানের শেষে শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশ ও প্রবাসের ৮জন গুণী ব্যক্তিত্বকে বিবিয়ানা সাহিত্য পদক ২০১৬ প্রদান করা হয়। কবিতায় অধ্যক্ষ কবি কালাম আজাদ, অনলাইন সাংবাদিকতায় কবি মুহিত চৌধুরী, সাহিত্য আন্দোলনে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, শিক্ষা সাহিত্য ও সমাজ সেবায় নবীগঞ্জ রতœ আবুল কালাম আজাদ ছোটন, গীতি কবিতায় জাহাঙ্গীর রানা, ব্যান্ড সংগীতে নজরুল হক রানা শেখ, সমাজ সেবায় যুক্তরাজ্য প্রবাসী শেখ শামীম আহমদ ও মোঃ আব্দুর রকিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com